কাটমানি নিয়ে এবার সরব এই সভাধিপতি! সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ
এবার কাটমানি নিয়ে সরব হলেন শিলিগুড়ি মহকুমার পরিষদের সভাধিপতি। তবে তিনি সিপিএম-এর। নাম তাপস সরকার। সেচ দফতরের কাটমানি নিয়ে সরব হয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে একাধিক উড়ো চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন। বিষয়টি মুখ্যমন্ত্রী, সেচমন্ত্রী এবং সেচ সচিবকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঠিকাদার চাইছেন সরকারের কাছ থেকে বকেয়া আদায় করতে। কিন্তু তার জন্য দিতে হচ্ছে কাটনানি। এব্যাপারে ৫ শতাংশ করে কমিশন নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন
শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনে কাজ করা সেচ দফতরের ঠিকাদাররা। বিষয়টি নিয়ে উড়ো চিঠি পেয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি।
সভাধিপতির অভিযোগ, সেচ দফতরের তরফ থেকে শিলিগুড়ি মহকুমায় ১৩ টি কাজ করা হয়েছে বললেও, একটিতেও হাত দেওয়া হয়নি। তাঁর আরও অভিযোগ, সেচ দফতরের
এগজিকিউটিভি ইঞ্জিনিয়ার তাঁর ডাকা বৈঠকে হাজির থাকেন না। পরিবর্তে জুনিয়রদের পাঠান। তবে কাজের চাপেই তিনি না গিয়ে জুনিয়রদের পাঠানোর কথা স্বীকার করে নিয়েছেন সেচ দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার।
পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী, সেচমন্ত্রী এবং সেচ সচিবকে জানিয়ে তাঁদের হস্তক্ষেপ দাবি করেছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি।