For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে তৃণমূল নেতাকে খুনের হুমকি দলেরই কর্মীর

লোকসভা নির্বাচনের মুখে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস নেতা‌ তথা জেলা ‌পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলেরই কর্মীর বিরুদ্ধে।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের মুখে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস নেতা‌ তথা জেলা ‌পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলেরই কর্মীর বিরুদ্ধে। সবংয়ের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গুরুপদ খাটুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অমূল্য। ফোনে তাঁকে গালিগালাজ করা হয়েছে বলেও পুলিশকে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা ‌পরিষদের কর্মাধ্যক্ষ।

ভোটের মুখে তৃণমূল নেতাকে খুনের হুমকি দলেরই কর্মীর

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, অমূল্য মাইতির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমান হলে উচিত শাস্তি পাবেন তৃণমূল কংগ্রেস কর্মী গুরুপদ খাটুয়া। নিছকই রাজনৈতিক কারণে নাকি এই হুমকির পেছনে ব্যক্তিগত কোনো আক্রোশ আছে, তাও ‌খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: নকুলদানা, সিরিঞ্জের পর এবার শলাকা! অনুব্রত-র নতুন 'দাওয়াই' ঘিরে জল্পনা শুরু][আরও পড়ুন: নকুলদানা, সিরিঞ্জের পর এবার শলাকা! অনুব্রত-র নতুন 'দাওয়াই' ঘিরে জল্পনা শুরু]

উল্লখ্য, সবংয়ের পরেই ঘাটাল লোকসভা ‌এলাকা। যেখানে এবারও লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দীপক অধিকারী তথা দেব। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা ‌পরিষদের কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি সবংয়ের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা তথা লোকসভার প্রার্থী মানস ভুঁইয়ার ‌বিরোধী বলে ‌পরিচিত। সেই দ্বন্দ্বের জেরেই মানস ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী গুরুপদ খাটুয়া, অমূল্য মাইতিকে ফোনে খুনের হুমকি দিয়েছেন বলে দাবি বিরোধীদের।

[আরও পড়ুন:৩০ বছরে খসেছে ৩০ লাখ, তবু অদম্য 'ইলেকশন কিং'! জিতেই ভোটে নামছেন রাহুলের বিরুদ্ধে][আরও পড়ুন:৩০ বছরে খসেছে ৩০ লাখ, তবু অদম্য 'ইলেকশন কিং'! জিতেই ভোটে নামছেন রাহুলের বিরুদ্ধে]

যদিও সবঙের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রভাত মাইতির বক্তব্য, কি হয়েছে তিনি জানেন না। বিষয় দলীয় স্তরে আলোচনা করার আশ্বাসও দিয়েছেন প্রভাত।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করুন ]

English summary
Sabang's TMC leader got murder threat from own party cadre before poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X