For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine War: সিপিএম ঘুরিয়ে সমর্থন করল রাশিয়াকেই, যুদ্ধের দায় কার ঘাড়ে চাপালেন কমিউনিস্টরা

সিপিএম ঘুরিয়ে সমর্থন করল রাশিয়াকেই, যুদ্ধের দায় কার ঘাড়ে চাপালেন কমিউনিস্টরা

  • |
Google Oneindia Bengali News

যুদ্ধ নয় শান্তি চাই। এক বাক্যে সবাই একথা মানলেও সিপিএম ঘুরিয়ে রাশিয়াকেই সমর্থন করে বসল। রাশিয়ার নিন্দা করা দূর অস্ত। ইউক্রেনে রুশ-হামলা বা যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নিন্দা নয়, ঘুরিয়ে রাশিয়াকেই সমর্থন করে বসল সিপিএম। এই যুদ্ধের জন্য সিপিএম দায় চাপাল আমেরিকার উপর।

Russia-Ukraine War: সিপিএম ঘুরিয়ে সমর্থন করল রাশিয়াকেই, যুদ্ধের দায় কার ঘাড়ে চাপালেন কমিউনিস্টরা

ইউক্রেনের উপর রুশ আগ্রাসম প্রসঙ্গে সিপিএম তাদের প্রস্তাবে জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যেভাবে সামরিক পদক্ষেপ করেছে তা দুর্ভাগ্যজনক। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানো হোক, এই দাবি জানিয়েছে সিপিএম। উদ্বেগ প্রকাশ করলেও সিপিএম যুক্তি দিল, রাশিয়া কেন এই পদক্ষেপ করেছে।

বামপন্থীরা জানিয়েছে, রাশিয়ার এই আগ্রাসনের পিছনে যথাযথ কারণ রয়েছে। এ জন্য পরোক্ষে দায়ী আমেরিকাই। আমেরিকা ও ন্যাটোর বেশ কিছু পদক্ষেপ রাশিয়াকে এই যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। তাদের বাধ্য করেছে ইউক্রেন আক্রমণ করতে। তার ফলেই আগ্রাসী ভূমিকা নিয়ে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালিয়েছে। বিশ্বকে ঠেলে দিয়েছে সঙ্কটের আবহে।

সিপিএমের কথায়, সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকার মদতে ন্যাটো ধীরে ধীরে প্রভাব বিস্তার করে ইউরোপের দেশগুলির উপর। ইউক্রেনকেও যেভাবে ন্যাটোর অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছিল সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। রাশিয়াকে এভাবেই ন্যাটগোষ্টী উত্যক্ত করে গিয়েছে। যার ফলশ্রুতিতে বিশ্ব আবার যুদ্ধের করালছায়া আচ্ছন্ন হয়ে পড়েছে।

সিপিএমের ব্যাখ্যায়, ন্যাটো পূর্ব ইউরোপ বাহিনী মোতায়েন করেই যাচ্ছিল। মোতায়েন করছিল মিসাইলও। তা নিয়ে প্রবল উদ্বিগ্ন হয়ে পড়েছিল রাশিয়া। রাশিয়া দীর্ঘদিন ধরেই সামরিক নিরাপত্তা দাবি করে আসছিল। রাশিয়ার এই দাবি সম্পূর্ণরূপে বৈধ ছিল। সেই মোতাবেক রাশিয়ার এই আগ্রাসন এবং ইউক্রেনের উপর হামলা বলে মনে করছে সিপিএম।

সেদিন দিয়ে বিচারে রাশিার ইউক্রেন দখলের চেষ্টাকে অন্যায় বলা যাবে না। সিপিএম মনে করছে, রাশিয়াকে পরিকল্পিতভাবে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমেরিকা ও ন্যাটোর অনড় মনোভাবই যুদ্ধের দিকে নিয়ে গিয়েছে রাশিয়াকে। রাশিয়াকে বাধ্য করেছে ইউক্রেন আক্রমণ করতে। ন্যাটোর অনড় মনোভাবের নিন্দা করে সিপিএম বুঝিয়ে দিয়েছে, রাশিয়া নয় আসল কালপ্রিট আমেরিকা ও ন্যাটো।

সিপিএম বুঝিয়ে দিয়েছে, তারা যুদ্ধের পক্ষে নয়, শান্তির পক্ষে। কিন্তু যুদ্ধের জন্য পুরোপুরি রাশিয়ার ঘাড়ে তারা দায় চাপাতে চায় না। তারা মনে করে, রাশিয়াকে বাধ্য করা হয়েছে যুদ্ধে। দায় আমেরিকার। এদিন সেই প্রস্তাব রাখরা পাশাপাশি বামেদের আবেদন ইউক্রেনে আটকে থাকা হাজার হাজার ভারতীয়কে যত দ্রুত সম্ভব ফেরানো হোক। ভারত সরকারের প্রতি এটাই তাদের আর্জি।

English summary
Russia-Ukraine War:CPM supports to Russia but not War and they convicts America for this crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X