For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনে আটকে থাকা বাংলার মানুষকে নিয়ে উদ্বিগ্ন মমতা! কন্ট্রোল রুম খুলল নবান্ন

ইউক্রেনে আটকে থাকা বাংলার মানুষকে নিয়ে উদ্বিগ্ন মমতা! কন্ট্রোল রুম খুলল নবান্ন

  • |
Google Oneindia Bengali News

ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধের পরিস্থিতি! যুদ্ধের দ্বিতীয় দিনে একের পর এক ইউক্রেনের শহর দখল করছে রাশিয়া। কার্যত ইউক্রেনের আকাশে দাপিয়ে বেড়াচ্ছে রুশ যুদ্ধবিমান। সীমান্ত পেরিয়ে সে দেশে ঢুকছে রুশ বাহিনী। মুহুর-মুহুর বোমা আর গুলির আওয়াজে কেঁপে উঠছে এলাকা। কার্যত প্রাণ হাতে বসে ইউক্রেনের মানুষ। যুদ্ধ বিধ্বস্ত সে দেশে আটকে রয়েছেন বহু ভারতীয়। এখনও পর্যন্ত যা খবর তাতে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে রয়েছেন সে দেশে। যার মধ্যে বাংলা থেকেও রয়েছেন অনেকে। বাংলার বহু এলাকা থেকে ইউক্রেনে পড়তে গিয়ে আটকে পড়েছেন সে দেশে। যা নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় নবান্নের তরফে চালু হল হেল্পলাইন নম্বর।

তৈরি করা হচ্ছে তালিকা

তৈরি করা হচ্ছে তালিকা

শুধু হেল্পলাইন নম্বরই নয়, এই মুহূর্তে ঠিক রাজ্যের কতজন আটকে রয়েছেন সে দেশে সেই সংক্রান্ত তালিকাও তৈরি হচ্ছে। এমনকি বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে রাজ্য সরকার। এছাড়াও প্রত্যেক জেলাতেও এই বিষয়ে নবান্নের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে। কোন জেলায় রাজ্যের কতজন ইউক্রেনে আটকে রয়েছেন সে বিষয়ে খোঁজখবর নেওয়ার কথা বলা হয়েছে। ঠিকানা, বর্তমানে তাঁরা কোথায় রয়েছেন, পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে রাজ্য। এছাড়াও যদি কোনও নম্বর থাকে তাহলে তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

খোলা হয়েছে কন্ট্রোল রুম

খোলা হয়েছে কন্ট্রোল রুম

ইতিমধ্যে নবান্নের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে বলে জানানো হয়েছে। নম্বরগুলি হল- ২২১৪৩৫২৬ ও ২২১৪১০৭০। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে দুটি শিফটে কাজ চলছে এই কন্ট্রোল রুমে। সে দেশ থেকে কেউ সাহায্য চেয়ে এখানে ফোন করলে সাহায্য করা হবে। এছাড়াও বাংলার কেউ সাহায্য চাইলে তথ্য দিয়ে সাহায্য দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে

কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে

একদিকে রাজ্যে আটকে কারা রয়েছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে প্রতি মুহূর্তে কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ রেখে চলা হচ্ছে। জানা গিয়েছে, দিল্লিতে রাজ্যের তরফে যে রেসিডেন্ট কমিশনার রয়েছেন, তাঁকে কেন্দ্রের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইউক্রেনের ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করার সবরকম রাজ্যের তরফে চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

প্রধানমন্ত্রী মোদীর আশ্বাস

প্রধানমন্ত্রী মোদীর আশ্বাস

যুদ্ধ বিধ্বস্ত রাশিয়া। বোমা বর্ষণ আর মিসাইল হানায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার। সেই যুদ্ধের মধ্যেই আটকে পড়েছেন ১৬০০০ ভারতীয়। তাঁদের ফিরিয়ে আমতে মরিয়া মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীক আস্বস্ত করে বলেছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা এখনই সবচেেয় বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছে। এবং মোদী সরকার তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা চালাচ্ছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

Recommended Video

ইউক্রেনে আটকে বসিরহাটের ডাক্তারি পড়ুয়া অর্পণ মণ্ডল | Oneindia Bengali

English summary
Russia-Ukraine Crisis: Control Room opened in West Bengal for people stuck in Ukraine amid conflict with Russia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X