For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ দেশের কুর্সিতে কে বসতে চলেছেন, সমীক্ষায় স্পষ্ট আভাস দিল আরডিএস

দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। বছরের একেবারে শেষে দেশবাসীর ভোটে নির্বাচিত হরবে নতুন সরকার। শাসকদল কি ক্ষমতা ধরে রাখতে পারবে? নাকি পরিবর্তন আসন্ন?

  • |
Google Oneindia Bengali News

দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। বছরের একেবারে শেষে দেশবাসীর ভোটে নির্বাচিত হরবে নতুন সরকার। শাসকদল কি ক্ষমতা ধরে রাখতে পারবে? নাকি পরিবর্তন আসন্ন? বিভিন্ন সমীক্ষা ইঙ্গিত দিল কী হতে চলেছে এবার। ২০১৯-এর প্রথমেই চূড়ান্ত হয়ে যাবে, কার মাথায় উঠছে বাংলাদেশের তাজ। আওয়া্মি লিগ নাকি বিএনপি?

২০১৯-এ দেশের ক্ষমতা উঠছে কার হাতে, সমীক্ষায় স্পষ্ট আভাস

বাংলাদেশের একাদশ সাংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০০ আসনে। ৩০ ডিসেম্বর ভোট। তার আগে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় উঠে এসেছে, বাংলাদেশের ফের ক্ষমতায় ফিরতে চলেছে হাসিনা সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির ক্ষমতা আসার পূর্বাভাস দিয়েছে ওই সংস্থাটি।

সংস্থার সমীক্ষায় প্রকাশ, ৩০০ আসনের মধ্যে ২৪৮টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ। আর তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির দখলে যাবে ৪৯টি আসন। বাকি তিনটি আসনে জয়ী হতে পারে নির্দল প্রার্থীরা। আরডিসি সঙ্গে যুক্ত মার্কিন পরামর্শদাতা ফরেন্স ই কুকসান মিলিতভাবে এই রিপোর্ট তুলে ধরেন।

২০১৯-এ দেশের ক্ষমতা উঠছে কার হাতে, সমীক্ষায় স্পষ্ট আভাস

উল্লেখ্য, এর আগে আওয়ামি লিগের তরফে দাবি করা হচ্ছিল, তারা ২২০-র বেশি আসনে জয়ী হবেন। এই সমীক্ষা তেমনই ইঙ্গিত দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতবার অর্থায দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩২ আসনে জয়ী হয়েছিল বিএনপি। তার মধ্যে ১৫৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তারা।

গতবার বিএপি ও তার জোটসঙ্গীরা ভোট বয়কট করে। বাকি আসনগুলির মধ্যে জাতীয় পার্টি পায় ৩৩টি, ওয়াকার্স পার্টি চযটি, জাসদ পাঁচটি, জেপি, তরিকত ফেডারেশন, বিএনএফ একটি করে আসন পায়। নির্দল জয়ী হল ১৩টি আসনে। এবার মূল লড়াই আওয়ামি লিগের সঙ্গে বিএনপির।

English summary
Ruling Party Awami League will win Election and Sheikh Hasina will be prime minister of Bangladesh again, the survey report indicates before election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X