For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বইয়ের স্টল ঘিরে ধুন্ধুমার ত্রিবেণীতে, পুলিশকে ইট

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিজেপি
চুঁচুড়া, ৩০ জুন: রথের মেলায় বিজেপি-র বইয়ের স্টল ঘিরে ধুন্ধুমার বাধল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজিত বিজেপি কর্মীরা ইট ছোড়ে বলে অভিযোগ। এতে জখম হয়েছেন একজন পুলিশকর্মী। এক বিজেপি-কে কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ। গতকাল অর্থাৎ রবিবার ঘটনাটি ঘটেছে হুগলী জেলার মগরা থানার অন্তর্গত ত্রিবেণী মনসাতলায়।

স্থানীয় সূত্রের খবর, ত্রিবেণী মনসাতলায় ফি বছর রথ উপলক্ষে জিলিপি, পাঁপড় ভাজার দোকান বসে। ওই জায়গায় বিজেপি কর্মীরা স্টল বসালে শুরু হয় গণ্ডগোল। পাড়ার লোকজন বলেন, ওখানে বইয়ের স্টল বসালে জিলিপি, পাঁপড় ভাজার স্টল কোথায় বসবে? এক্ষেত্রে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা উসকানি দেন বলে অভিযোগ করেছে বিজেপি। তাদের স্টলে ঢুকে হামলা চালানোর চেষ্টা হয় বলেও অভিযোগ। পুলিশ গেলে তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। জখম হয়েছেন একজন পুলিশকর্মী। তাঁর নাম সুব্রত মিত্র। আপাতত তাঁর চিকিৎসা চলছে একটি বেসরকারি নার্সিংহোমে।

বিজেপি-র হুগলী জেলার সহ-সভাপতি স্বপন পাল বলেন, "তৃণমূল কংগ্রেসই আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের কোনও কর্মী পুলিশের গাড়িতে ইট ছোড়েনি। মিথ্যা অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।" স্থানীয় বিধায়ক তথা হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন দাশগুপ্ত বলেছেন, "কেন এখানে আমাদের দলকে জড়ানো হচ্ছে বুঝতে পারছি না। স্থানীয় মানুষজনের সঙ্গে বিজেপি-র গোলমাল হয়েছে। বিজেপি-ই এলাকার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।"

রাজ্যের অন্যান্য অংশের মতো হুগলী জেলাতেও এখন শক্তি বাড়াচ্ছে বিজেপি। যে মগরা এলাকায় এক সময় বিজেপি-র কোনও অস্তিত্ব ছিল না, তারাই এখন এখানে শাসক দলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পরিবর্তিত রাজনীতিক সমীকরণের এটা একটা ইঙ্গিত বৈকি!

English summary
Ruckus over BJP book stall, brick pelted, one policeman injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X