লোকসভা জয়ের পর গেরুয়া শিবিরের টার্গেট রাজ্যের কলেজে প্রভাব বিস্তার! এবিভিপি-র নামছে কাজে
লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির তাক লাগানো ফলের পর আরএসএস-এর লক্ষ্য রাজ্যের কলেজগুলিকে ক্ষমতা বিস্তার করা। এই মুহুর্তে রাজ্যের কলেজগুলিতে খাতায় কলমে টিএমসিপির আধিপত্য। সেই দিকে লক্ষ্য রেখেই ভর্তিপ্রক্রিয়ায় স্বচ্ছ্বতার দাবি ছাড়াও, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোটের দাবি করা হয়েছে।

আরএসএস-এর নজর এবার কলেজে
রাজ্যের লোকসভা ভোটে সাফল্য এসেছে। এবার ভিত গড়তে আরএসএস-এর লক্ষ্য কলেজ। রাজ্যের ৫০০ কলেজে ইউনিট খোলার টার্গেট নেওয়া হয়েছে। ১০
হাজার ছাত্রীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আন্দোলনের প্রস্তুতি
২ জুলাই রাজ্যের কলেজগুলিতে অবস্থান আন্দোলনের কথা ঘোষণা করা হয়েছে এবিভিপির তরফে। একদিকে যেমন ছাত্রভোটের দাবিতে আন্দোলনের কথা ঘোষণা করা হয়েছে, অন্যদিকে ছাত্র ভর্তিতে স্বচ্ছ্বতা আনতে বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় ভাবে অনলাইন পদ্ধতিতে ভর্তির দাবিও জানানো হয়েছে। এবিভিপির তরফে রাজ্যকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে তা বোঝাতে ১০ ও ১১ অগাস্ট কেন্দ্রীয় কমিটির বৈঠকও রাজ্যেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএফআই-এর কটাক্ষ
রাজ্যের ভোটে বিজেপির সাফল্যের পর কলেজে সম্ভাব্য গেরুয়া প্রভাব নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের বাম ছাত্র সংগঠন এসএফআই। তারা বলছে, তৃণমূলের ছাত্রনেতারাই
গেরুয়া শিবিরে যাচ্ছেন।