For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে জেতাতে আসরে আরএসএস, মিশন একুশের জন্য তৈরি হচ্ছে ‘ভিশন ডকুমেন্ট’

বিজেপিকে জেতাতে আসরে আরএসএস, মিশন একুশের জন্য তৈরি হচ্ছে ‘ভিশন ডকুমেন্ট’

Google Oneindia Bengali News

বিজেপিকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে এবার ব্যবস্থাপত্র প্রস্তুত করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস। বিজেপি যে আরএসএসের আদর্শ মেনে চলে, সেই আরএসএসের দেখানো পথেই তাঁরা বাংলা জয়ের রূপরেখা তৈরি করবে। আরএসএসের গাইডলাইন মেনে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দল প্রচার পরিকল্পনা তৈরি করবে।

বিজেপির জন্য ভিশন ডকুমেন্ট আরএসএসের

বিজেপির জন্য ভিশন ডকুমেন্ট আরএসএসের

আরএসএসের সদর দফতর নাগপুর থেকে ভিশন ডকুমেন্ট তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে বাংলার সঙ্ঘ ইউনিটকে। আরএসএসের একটি সূত্র জানিয়েছে, বাংলায় আমাদের কিছু সদস্যকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। অবৈধ অভিবাসন, বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন, শিল্পায়ন ও চাকরির ব্যবস্থা অর্থাৎ কর্মসংস্থানকে এই নথিতে জোর পাবে।

আরএসএসের ভিশন ডকুমেন্ট প্রয়োগ হবে বাংলায়

আরএসএসের ভিশন ডকুমেন্ট প্রয়োগ হবে বাংলায়

২০২১ নির্বাচনের আগে বিজেপির পক্ষে নথি প্রস্তুত করা দায়িত্ব তুলে নিয়েছে আরএসএস। সাধারণ নির্বাচন ও বিধানসভা নির্বাচনের সময় আরএসএস তা করে থাকে। এবারও বাংলার ক্ষেত্রেও সেই প্রস্তুতি শুরু হয়ে গেল। আরএসএসের তরফে জানানো হয়েছে, এ জাতীয় ব্যবস্থাপত্র তৈরির কাজ চলছে। এরপর তা কীভাবে প্রয়োগ করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

বাংলায় বিজেপির সমূহ ক্ষেত্র তৈরি হতেই আসরে সঙ্ঘ

বাংলায় বিজেপির সমূহ ক্ষেত্র তৈরি হতেই আসরে সঙ্ঘ

আরএসএস বাংলায়ও আগের নির্বাচনের জন্যও অনুরূপ নথি প্রস্তুত করেছে। তবে, এখন এই বিষয়টি স্বতন্ত্র কারণ, আরএসএস বিজেপির পক্ষে এ রাজ্যের বিধানসভা নির্বাচনে এই প্রথম এমন অবস্থান নিয়েছে। এ অবস্থান তারা নিয়েছে এই কারণেই যে, বাংলায় ক্ষমতা দখলের সমূহ ক্ষেত্র তৈরি হয়েছে।

আরএসএসের ভিশন ডকুমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা

আরএসএসের ভিশন ডকুমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা

আরএসএস মনে করে, রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দিষ্ট লক্ষ্য নেই। তারা নির্দিষ্ট গাইডলাইন ছাড়া লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারছে না। তাই আরএসএস তৈরি করা ভিশন ডকুমেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী বছরের নির্বাচনের জন্য। তারা মনে করে, বিজেপি ক্ষমতায় আসতে চাইলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করাই যথেষ্ট নয়।

আরএসএস জানাবে কী কী ইতিবাচক পরিবর্তন আসবে

আরএসএস জানাবে কী কী ইতিবাচক পরিবর্তন আসবে

আরএসএস জানাবে, বিজেপি সরকারে এলে আদতে কী কী ইতিবাচক পরিবর্তন আসবে রাজ্যে, তা সম্পর্কে ভোটারদের অবহিত করা সমান গুরুত্বপূর্ণ। এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবত রাজ্য বিজেপি নেতাদের আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য তাদের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। বৈঠকে উপস্থিত দুই নেতার উত্তর ভাগবতকে সন্তুষ্ট করতে পারেনি।

তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক তলানিতে! একুশের নির্বাচনের আগে বিপাকে মমতাতৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক তলানিতে! একুশের নির্বাচনের আগে বিপাকে মমতা

English summary
RSS is preparing ‘vision document’ for BJP in 2021 Assembly Election. RSS wants to show the way of winning to BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X