For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের যোগাযোগ ছিল তৃণমূলের সঙ্গে, বিজেপিকে আগেই সাবধান করেছিল আরএসএস

মুকুলের যোগাযোগ ছিল তৃণমূলের সঙ্গে, বিজেপিকে আগেই সাবধান করেছিল আরএসএস

Google Oneindia Bengali News

বিজেপিতে মুকুল রায় তৃণমূলের লোক ছিল বলে অভিযোগ করেছিলেন প্রবীণ নেতা তথাগত রায়। এবার আরএসএস জানিয়ে দিল, তারা আগেই মুকুল রায়কে নিয়ে সতর্ক করছিল বিজেপিকে। তারা সতর্ক করেছিল, নির্বাচনের আগে থেকেই তৃণমূলের সঙ্গে গোপন যোগাযোগ রাখছিলেন মুকুল রায়।

তৃণমূলের সঙ্গে গোপন যোগাযোগ

তৃণমূলের সঙ্গে গোপন যোগাযোগ

আরএসএস জানিয়েছিল, মুকুল রায় একা নন, মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও তৃণমূলের সঙ্গে গোপন যোগাযোগ রাখছিলেন। আরএসএস আগে থেকেই তা ঠাওর করতে পেরেছিল। এবং আরএসএস যোগদান মেলা বন্ধ করতেও পরামর্শ দিয়েছিল বিজেপিকে। কিন্তু বিজেপি দেদার যোগদান মেলা করে গিয়েছে। আর দলবদলুরা ভিড় করেছেন বিজেপিতে।

মুকুল একটা মাত্র কেন্দ্রেই আটকে ছিল

মুকুল একটা মাত্র কেন্দ্রেই আটকে ছিল

বঙ্গ বিজেপির পক্ষ থেকে এক নেতা জানান, আরএসএসের অ্যালার্ট পাওয়ার পরই কিছুটা হলেও সতর্ক হয় হাইকম্যান্ড। বাবা-ছেলেকে একপ্রকার সেন্সর করা হয়েছিল। মুকুল রায়ের ক্ষেত্রে কিছুটা খর্ব করা হয়েছিল সেন্সর। উল্লেখ্য, ২০১৯-এ মুকুল রায়ের উপর সমস্ত দায়িত্ব ছিল। বাংলা থেকে ১৮ নির্বাচিত সাংসদের বেশিরভাগই ছিল মুকুল-ঘনিষ্ঠ। একুশে মুকুল রায় একটা মাত্র কেন্দ্রেই আটকে ছিল।

একুশের ভোটে দায়িত্বহীন মুকুল

একুশের ভোটে দায়িত্বহীন মুকুল

২০১৯-এ মুকুল রায়ের হাত ধরে অভূতপূর্ব ফল করেছিল বিজেপি। ২ থেকে বেড়ে ১৮ সাংসদ হয়েছিল তাদের। সেই উত্থানে ভর করেই বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেছিল বিজেপি। কিন্তু একুশের ভোটে কোনও দায়িত্ব দেওয়া হয়নি মুকুল রায়কে। মুকুল রায়ের উপর সন্দেহ করেই তাঁকে দূরে রাখা হয়ছিল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

মুকুলের তৃণমূল-যোগ ধরতে দেরি!

মুকুলের তৃণমূল-যোগ ধরতে দেরি!

বিজেপিতে খবর ছিল তিনি তৃণমূলের সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন। এমনকী কয়েকবার গোপন বৈঠকও করেছিলেন। তারপরই সাবধান হয় বিজেপি। কিন্তু মুকুল রায়ের তৃণমূল-যোগকে আবার দল ভাঙানোর কাজেও ব্যবহার করেছিল বিজেপি। এখন বিজেপি বাংলার নির্বাচনে ব্যর্থ হতে মুকুল রায়ের যোগাযোগের অন্য ব্যাখ্যা করছে বলেও একাংশের মত।

বিজেপিতে মুকুল পদহীন ৩ বছর

বিজেপিতে মুকুল পদহীন ৩ বছর

মুকুল রায় প্রায় চার বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অথচ তাঁকে কেন্দ্রীয় পদ দেওয়া হল একুশের ভোটের মুখে। ২০১৮-র পঞ্চায়েত ও ২০১৯-এর লোকসভায় ভালো ফল করে দেখানোর পরও বিজেপিতে কোনও পদ দেওয়া হয়নি। আর একুশের ভোটের কিছুদিন আগে তাঁকে যে পদ দেওয়া হয়েছিল তা অলঙ্কার ছাড়া কিছু নয়।

ভোটের মাঝেই মমতার প্রশংসা

ভোটের মাঝেই মমতার প্রশংসা

২০২০ সালটা প্রায় পুরোটাই নিষ্ক্রিয় ছিলেন মুকুল রায়। একুশে কিছুটা সক্রিয় হয়ে তিনি আবার নিষ্ক্রিয় হয়ে যান। তারপর নির্বাচনের মাঝেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মুকুল অনেক ভালো। তারপর মুকুল রায় ভোটে জেতার পরও বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেন।

English summary
RSS gives warning to BJP from Mukul Roy who was connected with TMC before Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X