অমিত শাহর আগে আগামীকালই রাজ্যে মোহন ভাগবত! হঠাৎ কেন বাংলায় আরএসএস প্রধান?
দুই দিনের সফরে রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ শনিবারই রাজ্যে আসছেন তিনি৷ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সংঘ প্রধানের রাজ্য সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ আরএসএস সূত্রে খবর, ১৩ ডিসেম্বর সংঘের কার্যালয় কেশব ভবনে কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি৷

অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করবেন আরএসএস প্রধান
পাশাপাশি আরও জানা গিয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সংগঠনের বর্তমান অবস্থা জানতে সেখানকার আরএসএস প্রচারকদের সঙ্গে আলোচনা করবেন৷ বিজেপি সূত্রে খবর, এইসব কর্মসূচির পাশাপাশি ওইদিনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গেও বৈঠক করবেন আরএসএস প্রধান।

পার্ক সার্কাসে চেম্বার অফ কর্মাসে বৈঠক
এছাড়া পার্ক সার্কাসে চেম্বার অফ কর্মাস হলেও একটি বৈঠক করতে পারেন বলে সংঘ সূত্রে খবর। আরএসএস প্রধানের এই সফরকে রুটিন সফর বলছেন সংঘের দক্ষিণবঙ্গের সাধারণ সম্পাদক জিষ্ণু বসু৷ তিনি জানান, মূলত সাংগঠনিক বৈঠক করতেই রাজ্যে আসছেন সংঘ প্রধান।

প্রতি মাসে রাজ্যে বিজেপির প্রধান দুই মুখ
প্রাথমিকভাবে খবর, এবার থেকে প্রতি মাসে পালা করে রাজ্য সফর করবেন বিজেপির প্রধান দুই মুখ৷ সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ একদিন আগেই দুই দিনের সফর সেরে দিল্লি ফিরেছেন নাড্ডা৷ বিজেপি সূত্রের খবর, এবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ৷

১৯ ডিসেম্বর দুই দিনের সফরে অমিত শাহ
আগামী ১৯ ডিসেম্বর দুই দিনের সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ মূলত কলকাতাতেই থাকবেন৷ তবে জেলা সফরেরও সম্ভাবনা আছে৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে দলীয় নেতৃত্বের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পাশাপাশি কয়েকটি দলীয় কর্মসূচিতেও যোগ দেবেন শাহ৷ দক্ষিণের পাশাপাশি উত্তরেও সফর করতে পারেন।

জে পি নাড্ডার বাংলা সফর ঘিরে রাজনৈতিক তরজা
ইতিমধ্যেই জে পি নাড্ডার বাংলা সফর ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছে৷ যেভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে তাতে ক্ষোভপ্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ বিষয়টিকে রাজ্য সরকারের ব্যর্থতা হিসেবে দেখিয়ে নবান্নের উপর চাপ সৃষ্টি করার রাজনৈতিক কৌশল নিয়েছেন তাঁরা৷ বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করছে শাসক দল৷

মমতাকে চ্যালেঞ্জ জানাতে ঘর গোছাচ্ছেন শুভেন্দু! নয়া পথ চলা শুরু নন্দীগ্রাম থেকেই