For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ৪০ শতাংশ ভোট প্রাপ্তির নিশ্চয়তা কোথায়! ভাগবতের প্রশ্ন দিলীপদের

এবার লোকসভায় ৪০ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। তার ফলে বিজেপি এবার তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে।

  • |
Google Oneindia Bengali News

এবার লোকসভায় ৪০ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। তার ফলে বিজেপি এবার তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। ১৮টি আসনে জয়ের পর এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে মোহন ভাগবতের প্রশ্ন, লোকসভায় ৪০ শতাংশ মানুষের ভোট ফের পাওয়ার নিশ্চয়তা কোথায়।

মোহন ভাগবত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সংগঠনের খুঁটিনাটি জানতে চান। তখনই তিনি রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে জানতে চান, বাংলায় যে ৪০ শতাংশ মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে, আবারও যে তাঁরা ভোট দেবে, কী গ্যারান্টি রয়েছে? এই ভোট নিশ্চিত করার জন্য কী করেছে বিজেপি?

কী গ্যারান্টি রয়েছে? ফের জয়ের

কী গ্যারান্টি রয়েছে? ফের জয়ের

মোহন ভাগবত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সংগঠনের খুঁটিনাটি জানতে চান। তখনই তিনি রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে জানতে চান, বাংলায় যে ৪০ শতাংশ মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে, আবারও যে তাঁরা ভোট দেবে, কী গ্যারান্টি রয়েছে? এই ভোট নিশ্চিত করার জন্য কী করেছে বিজেপি?

তৃণমূল বিরোধী ভোটে ভর করে সাফল্য

তৃণমূল বিরোধী ভোটে ভর করে সাফল্য

ভাগবত বলেন, বিজেপি এবার বাংলায় সাফল্য পেয়েছে তৃণমূল বিরোধী ভোটে ভর করে। তৃণমূল বিরোধী ভোট সম্মিলিত হয়েছে বলেই বিজেপিকে অনেক বড় বলে মনে হয়েছে লোকসভা ভোটে। কিন্তু তা ধরে রাখার কী পরিকল্পনা, তা স্পষ্ট নয়। শুধু তৃণমূল বিরোধী ভোট নিয়ে কি আগামী দিনে সাফল্য আনা সম্ভব, প্রশ্ন ছুঁড়ে দেন ভাগবত।

সাফল্য পেলেও, ভবিষ্যৎ নিশ্চিত নয়

সাফল্য পেলেও, ভবিষ্যৎ নিশ্চিত নয়

আরএসএস প্রধান মোহন ভাগবতের এই প্রশ্নেই কুপোকাত হয়ে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সুব্রত চট্টোপাধ্যায়রা। ভাগবতের সাফ কথা, তৃণমূল বিরোধিতার হাওয়ার ভর করে লোকসভায় সাফল্য পেলেও, ভবিষ্যৎ নিশ্চিত নয়। এই হাওয়ায় ভর করে বিধানসভায় সাফল্য পাওয়া কঠিন। তাই এখন থেকেই পরিকল্পনা প্রস্তুত করুক নেতৃত্ব।

কঠিন টাস্ক দিয়ে গেলেন মোহন ভাগবত

কঠিন টাস্ক দিয়ে গেলেন মোহন ভাগবত

মোহন ভাগবতের সঙ্গে এই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বেশ অপ্রস্তুতে পড়ে যান। তিনদিনের কলকাতা সফরের শেষদিনে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করে কঠিন টাস্ক দিয়ে যান। মোহন ভাগবত এবিলম্বে নয়া পরিকল্পনা রিপোর্ট আকারে পেশ করার নির্দেশ দিয়েছেন।

[আরও পড়ুন: মমতার বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি! তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে, বিস্ফোরক অর্জুন সিং][আরও পড়ুন: মমতার বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি! তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে, বিস্ফোরক অর্জুন সিং]

[আরও পড়ুন: কাশ্মীর নিয়ে কাঁদুনি গাইতে গিয়ে পর্নতারকার ছবি রিটুইট পাকিস্তানি বাসিতের][আরও পড়ুন: কাশ্মীর নিয়ে কাঁদুনি গাইতে গিয়ে পর্নতারকার ছবি রিটুইট পাকিস্তানি বাসিতের]

English summary
RSS chief Mohan Bhagwat questions to Dilip Ghosh over BJP’s game plan. He wants to know what is the strategy of BJP to win against TMC,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X