For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে যোগ দিলেন আরও এক বিধায়ক, পঞ্চায়েতের আগে বিরোধী শিবিরে জোর ধাক্কা

পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে। বাঁকুড়ার ছাতনার আরএসপি বিধায়ক ধীরেন্দ্রনাথ লস্কর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ভাঙন ধরল বিরোধী শিবিরে। বাঁকুড়ার ছাতনার আরএসপি বিধায়ক ধীরেন্দ্রনাথ লস্কর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার বাঁকুড়ার হলুদকানালির মঞ্চে তিনি আরএসপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে যোগ দিলেন আরও এক বিধায়ক, পঞ্চায়েতের আগে বিরোধী শিবিরে জোর ধাক্কা

[আরও পড়ুন:মমতার 'অনুগত' মুকুলও পারেননি, অবলীলায় সেই কাজ করে দেখালেন 'বাচ্চাছেলে' পার্থ][আরও পড়ুন:মমতার 'অনুগত' মুকুলও পারেননি, অবলীলায় সেই কাজ করে দেখালেন 'বাচ্চাছেলে' পার্থ]

সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে বিধায়কের দলত্যাগ বামফ্রন্ট শিবিরে জোর ধাক্কা। একটার পর একটা নির্বাচনে বামফ্রন্ট শোচনীয় ফল করে ক্রমেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। এই অবস্থায় ফের দলে ভাঙন কর্মীদের মনোবল ভেঙে দেবে বলে মনে করছে বামফ্রন্ট নেতৃত্ব। রাজ্যে বামফ্রন্টকে সরিয়ে বিজেপি দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসছে। এই অবস্থায় এক বিধায়কের শাসকদলে যোগদান তাদের কাছে বড় আঘাত।

যদিও বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েকের তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে আরএসপির জেলা নেতৃত্ব বা বামফ্রন্ট নেতৃত্বের কাছে কোনও খবর নেই বলে জানানো হয়েছে। জেলা সিপিএম সম্পাদক অমিয় পাত্র জানান, এই ঘটনা যদি সত্যি হয়, তা ভালো লক্ষণ নয়। এদিন হলুকানালির সভায় বিধায়কের সঙ্গে তাঁর অনুগামী নেতা-কর্মীরাও যোগ দেন তৃণমূলে।

তৃণমূলে যোগ দিলেন আরও এক বিধায়ক, পঞ্চায়েতের আগে বিরোধী শিবিরে জোর ধাক্কা

ধীরেন্দ্রনাথবাবুর যোগদানে তৃণমূল শিবিরে খুশির হাওয়া। বিধানসভায় বিরোধী শক্তি আরও কমল। পঞ্চায়েত ভোটের আগে আরও এক বিধায়কের যোগদান বাঁকুড়ায় বিরোধীরা আরও কোণঠাসা হয়ে পড়ল। আরএসপি বিধায়ক দল ছাড়ায় বামফ্রন্ট কমে দাঁড়াল ৩০-এ। আর প্রধান বিরোধী দল কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৪৪ থেকে কমে ৩৫-এ।

তৃণমূল ২৯৪টির মধ্যে ২১১টি আসনে জয়যুক্ত হয়েছিল। পরবর্তী সময়ে উপনির্বাচনে আরও দুটি কেন্দ্র ছিনিয়ে নেয় তারা। বিধানসভায় অফিসিয়ালি তৃণমূলের বিধায়ক সংখ্যা দাঁড়ায় ২১৩। তবে এক এক করে কংগ্রেস, সিপিএম ও আরএসপি-র আরও ৯ বিধায়ক দল ছেড়ে শাসক শিবিরে নাম লেখান। বর্তমানে দলত্যাগী বিধায়কদের ধরলে তৃণমূল শিবিরে বিধায়কের সংখ্যা ২২২।

এর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তুষারকান্তি ভট্টাচার্য, হাসানুজ্জামান শেখ, রবিউল আলম চৌধুরী, শম্পা দড়িপা, কানাইলাল আগরওয়াল, অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর মালাকার ও মানস ভুঁইয়া। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মালদহের গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস। আর এবার যোগ দিলেন আরএসপির বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক। আর উপনির্বাচনের ফলে নতুন যে কেন্দ্রগুলিতে তৃণমূল বিধায়ক রয়েছেন সেগুলি হল সবং ও নোয়াপাড়া।

English summary
RSP MLA Dhirendranath Layek of Chatna joins in Trinamool Congress. Abhishek Banerjee gives TMC flag in his hand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X