ধরা দিয়েও পালিয়ে গলে বাঘ। জাল কেটে সে পালিয়ে গিয়েছে । সে একটি কালভার্টের নিচে রয়েছে বলে খবর । এর আগে, মেদিনীপুরের বাঘঘোড়রায় ধরা পড়ে বাঘটি। জাল দিয়ে ধরা হয় বাঘটিকে। বাঘটি একটি গর্তে পড়ে গেলে ,তাকে সেখানে থেকে ধরেন শিকারিরা। বাঘটিতে ধরতে গিয়ে আহত হয়েছে ৩ জন শিকারি। আহতদের মধ্য়ে রয়েছেন শিকারি নন্দলাল সোরেন ও পাণ্ডা মুর্মু। বাকি শিকারিরা বাঘটিকে জালে ধরে রেখেছেন। উল্লেখ্য, বহুদিন ধরেই এই বাঘটিকে খুঁজছিল বনদফতর।

জানা গিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছচ্ছে বনদফতরের বিশেষ দল। তাঁদের সঙ্গে রয়েছে বাঘাকে অবচেতন করা সম্পর্কিত বিশেষজ্ঞরা। এদিকে, বাঘকে ধরার সময় ৩ জন আহত শিকারিকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।