For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর সভার আগেই মমতার ব্যানারে আক্রমণ! হরিশ্চন্দ্রপুর অবরুদ্ধ করে বিক্ষোভ তৃণমূলের

মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারীর ব্যানার ছেঁড়া নিয়ে উত্তেজনা ছড়াল হরিশ্চন্দ্রপুরে। বুধবার হরিশ্চন্দ্রপুরে জনসভা রয়েছে রাজ্যের পরিবহণমন্ত্রী এবং মালদহের ভারপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারীর।

Google Oneindia Bengali News

তথ্য ও ছবি সূত্র- সৌরভ মিশ্র, হরিশ্চন্দ্রপুর--

মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারীর ব্যানার ছেঁড়া নিয়ে উত্তেজনা ছড়াল হরিশ্চন্দ্রপুরে। বুধবার হরিশ্চন্দ্রপুরে জনসভা রয়েছে রাজ্যের পরিবহণমন্ত্রী এবং মালদহের ভারপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারীর। সেই উপলক্ষ্যে তুলসী হাটা মোড়ের কাছ থেকে হরিশ্চন্দ্রপুরের ভিতর পর্যন্ত রাস্তার দু'ধারে পোস্টার ও ব্যানার টাঙানো হয়। পোস্টার ও ব্যানারগুলি সবই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে।

শুভেন্দুর সভার আগেই মমতার ব্যানারে আক্রমণ! হরিশ্চন্দ্রপুর অবরুদ্ধ করে বিক্ষোভ তৃণমূলের

মঙ্গলবার সকালে তৃণমূল নেতা-কর্মীরা আবিষ্কার করেন কে বা কারা সমস্ত ব্যানার ও পোস্টার নষ্ট করে দিয়েছে। সব ব্যানার এবং পোস্টারগুলি ফালা-ফালা করে কাটা। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লকে। স্থানীয় তৃণমূল নেতা ও ব্লক চেয়ারম্যান বিকাশ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল অঞ্চল সভাপতি তাজিমূল হোসেনের নেতৃত্বে কয়েক শ' কর্মী ও সমর্থক হরিশ্চন্দ্রপুরের ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর। এলাকায় ঢোকা ও বেরনো বন্ধ হয়ে যায় যানবাহনের। হরিশ্চন্দ্রপুর থেকে তুলসীহাটা ও চাঁচল রুটে যানবাহন চলাচল এক্কেবারে স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার মাঝে আটকে পড়েন ভোটের ট্রেনিং নিতে আসা কর্মীদের একটি দলও।

শুভেন্দুর সভার আগেই মমতার ব্যানারে আক্রমণ! হরিশ্চন্দ্রপুর অবরুদ্ধ করে বিক্ষোভ তৃণমূলের

[আরও পড়ুন:ই-মেলে পঞ্চায়েতের মনোনয়ন! কেন এই প্রক্রিয়া, যা যুক্তি দিল হাইকোর্ট][আরও পড়ুন:ই-মেলে পঞ্চায়েতের মনোনয়ন! কেন এই প্রক্রিয়া, যা যুক্তি দিল হাইকোর্ট]

পিপলা মোড়ে চলা এই অবরোধ তুলতে যায় পুলিশ। তৃণমূলের ব্লক চেয়ারম্যান বিকাশ বন্দ্য়োপাধ্যায় ব্যানার ও পোস্টার ছেঁড়ার জন্য বিজেপি-র দিকে আঙুল তোলেন। তিনি অভিযোগ করেন, দিন কয়েক আগে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এলাকায় সভা করে হিংসার উস্কানি দিয়ে গিয়েছেন। আর তার জেরেই বিজেপি-র কর্মী ও সমর্থকরা মমতা বন্দ্য়োপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর পোস্টার ও ব্যানার ছিঁড়ে দিয়েছে।

শুভেন্দুর সভার আগেই মমতার ব্যানারে আক্রমণ! হরিশ্চন্দ্রপুর অবরুদ্ধ করে বিক্ষোভ তৃণমূলের

পুলিশের হাজারো অনুনয় বিনয়ে শেষপর্যন্ত অবরোধ তুলে নেয় তৃণমূল কংগ্রেস। কয়েক জন বিজেপি নেতা ও কর্মীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে হরিশ্চন্দ্রপুর থানা। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন:মমতার কথা না শুনে কেন্দ্রকে টক্কর দিয়ে গিয়ে অপদস্থ হল কংগ্রেস ][আরও পড়ুন:মমতার কথা না শুনে কেন্দ্রকে টক্কর দিয়ে গিয়ে অপদস্থ হল কংগ্রেস ]

English summary
TMC people of Harischandrapur show agitation over a banner tearing up incident and blocked the road for an hour. Local TMC leaders complain the goons of BJP have teared up the banners and poster.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X