অবিশ্রান্ত বৃষ্টিতে ভাঙল নদীবাঁধ, করোনার মধ্যেই রায়গঞ্জ প্লাবিত হওয়ার আশঙ্কা
করোনার মধ্যেই প্রবল ঝড়বৃষ্টির জেরে বিপত্তি বাধল উত্তর দিনাজপুরে। অবিরাম বর্ষণে বাঙল কুলিক নদীর বাঁধ। বাঁধ ভেঙে প্লাবিত হল নদী তীরবর্তী উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার দুপুরের পর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির দাপটে হুড়মুড়িয়ে ধসে যায় নদীবাঁধ।

রায়গঞ্জে ভাঙল নদী বাঁধ, বাজ পড়ে মৃত্যু
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ছাড়াও ইটাহার, করণদিঘি, ইসলামপুর, চোপড়া-সহ জেলার বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি চলে। ইটাহারের ধড়ন্ডায় বাজ পড়ে মৃত্যু হয় এক কিশোরের। আরও দু-জন গুরুতর আহত হয়েছেন। করণদিঘিতেও বাজ পড়ে মৃত্যু হয়েছে এক জনের। আর রায়গঞ্জে কুলিক নদীর বাঁধ ভেঙে ভেসে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল।

অবিশ্রান্ত বৃষ্টিতে টইটম্বুর নদীর বাঁধে ফাটল
এদিন রায়গঞ্জের কান্তনগর ঘাট এলাকায় কুলিক নদীর বাঁধ ভেঙে যায়। উপরের বৃষ্টি আর নদীতে জলের তোড়ে সদ্য নির্মিত বাঁধে ধসে পড়ে। উল্লেখ্য ওই এলাকায় স্লুইস গেটের কাজ চলছিল। অবিশ্রান্ত বৃষ্টিতে নদী টইটম্বুর হয়ে ওঠে। তারপর সদ্য মাটি পড়া বাঁধেও জল পড়ে ফাটলের সৃষ্টি হয়।

লকডাউনের মধ্যেও মেরামতিতে তৎপর প্রশাসন
নদীর বাঁধ ভাঙার আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে। বাঁধের ধারে বসবাসকারীদের সরিয়ে আনা হয় নিরাপদস্থানে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। লকডাউনের মধ্যেও ব্যবস্থা নিতে তিনি তৎপর।

জোড়া ঘূর্ণাবর্তের জেরে বাংলায় প্রবল বৃষ্টিপাত
এদিন জোড়া ঘূর্ণাবর্তের জেরে বাংলায় প্রবল বৃষ্টিপাত হয়। দুপুরের পর থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টি শুরু হয়। কলকাতা-সহ সমগ্র বাংলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হয়। শিলাবৃষ্টিও হয় কোথাও কোথাও। তার সঙ্গে ঝড়ও চলে বেশ কিছু জায়গায়।
