For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-পন্থী টুইটে ফের জল্পনায় ঋতব্রত

'জয়হিন্দ' টুইট বিতর্কের পর ফের বিতর্কে সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ক্যাবিনেটমন্ত্রী হওয়ার জন্য বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভিকে বিগ ব্রাদার বলে সম্বোধন করে টুইট করলেন তিনি

  • |
Google Oneindia Bengali News

'জয়হিন্দ' টুইট বিতর্কের পর ফের বিতর্কে সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ক্যাবিনেটমন্ত্রী হওয়ার জন্য বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভিকে বিগ ব্রাদার বলে সম্বোধন করে টুইট করেন তিনি। এই বিতর্কে স্বভাবতই খুশি বিজেপি।

বিজেপি-পন্থী টুইটে ফের জল্পনায় ঋতব্রত

এই টুইটে সিপিএম নেতৃত্বকেই ঋতব্রতর চ্যালেঞ্জ করার সঙ্গে প্ররোচনা দিচ্ছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। সংশ্লিষ্ট মহলের মত, বহিষ্কৃত হয়ে সাংসদ পদে থেকে যেতে চান তিনি। বহিষ্কৃত হলে তিনি যে কোনও দলে যেতে পারবেন।


ঋতব্রত টুইটে নাকভিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, 'চমৎকার সজ্জন ব্যক্তি ও বড় ভাই নাকভিকে ক্যাবিনেটমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানাই। সিপিএম নেতৃত্ব কেন্দ্রীয় ক্যাবিনেটের অদরবদল নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার আগেই, ঋতব্রত-র টুইট সকলের নজরে পড়েছে। এই টুইটের মাধ্যমে ঋতব্রত কি কোনও বার্তা দিতে চাইছেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও, ঋতব্রত সংবাদ মাধ্যমে জল্পনার কথা উড়িয়ে দিয়েছেন। তাঁর অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই বিতর্ক তৈরি করা হচ্ছে। এদিকে, সিপিএমের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে মন্ত্রিসভায় অদলবদলকে 'অর্থহীন' বলে কটাক্ষ করা হয়েছে।

শনিবার বিতর্কিত এই সিপিএম সাংসদের তিন্ মাসের সাসপেনশনের মেয়াদ শেষ হয়েছে। সংসদে অরুণ জেটলির সঙ্গে আলাপচারিতার পর ঋতব্রতর 'বিজেপি-যোগ' নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। রাজ্য কমিটি থেকে অপসৃত হলেও, ঋতব্রত বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এখন কেন্দ্রীয় কমিটির অনুমোদনের অপেক্ষায়।

English summary
Ritabrata's tweet to congratulates Naqvi for becoming cabinet minister creates speculation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X