For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় সংশোধিত কোভিড গাইডলাইন, স্বস্তি দেওয়া হল রাজ্যের সেলুন-বিউটি পার্লারগুলিকে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেরে দেশের একাধিক রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বেশ কিছু বিধি-নিষেধ জারি করা হয়। রাজ্য সরকারের সেই নির্দেশিকায় বলা ছিল যে সেলুন ও বিউটি পার্লারগুলি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে শনিবার সরকারের এই গাইডলাইন কিছুটা শিথিল করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে সেলুন ও বিউটি পার্লারগুলি ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে রাত দশটা পর্যন্ত খোলা থাকতে পারবে। শনিবার মুখ্যসচিবের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

বাংলায় সংশোধিত কোভিড গাইডলাইন, স্বস্তি দেওয়া হল রাজ্যের সেলুন-বিউটি পার্লারগুলিকে

তবে বিউটি পার্লারের মালিক বা পরিচালনার দায়িত্বে যিনি থাকবেন তাঁকে নিশ্চিত করতে হবে যে তাঁর কর্মী ও গ্রাহকদের টিকাকরণ যেন বাধ্যতামূলক হয়। এছাড়াও স্যানিটাইজেশন সহ সব কোভিড প্রোটোকল মানতে হবে। নতুন এই নির্দেশিকার ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সেলুন ও বিউটি পার্লারের মালিকরা।

করোনা ভাইরাস ও ওমিক্রনের জেরে বিধ্বস্ত রাজ্য। ৩ জানুয়ারি থেকেই রাজ্যে জারি করা হয়েছে একাধিক বিধি-নিষেধ। এই গাইডলাইন অনুযায়ী, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক, বিউটি পার্লার, সেলুন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। তবে ৫০ শতাংশ আসন ক্ষমতা নিয়ে খোলা রাখা যাবে সিনেমা হল। তবে রাত দশটা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু জারি হওয়ায় রাতের সব শো বাতিল করতে হয় সিনেমা হলের মালিকদের। বলা হয়েছিল, আগামি ১৫ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ লাগু থাকবে, এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই কোভিড বিধি শিথিল করে বিউটি পার্লার ও সেলুনগুলি খুলে দেওয়ার অনুমতি দিয়ে দিল সরকার।

নির্দেশিকায় উল্লেখ, সেলুন, বিউটি পার্লার খুললে মানতে হবে করোনা বিধি। সেলুন এবং পার্লারের কর্মী এবং গ্রাহকদের টিকার দু'টি ডোজই নেওয়া আছে কি না তা নিশ্চিত করতে হবে মালিকদের। নিয়মিত জীবাণুমুক্তকরণের উপর জোর দেওয়া হয়েছে। রাত দশটা পর্যন্ত খোলা রাখা যাবে বিউটি পার্লার ও সেলুন। তবে বিউটি পার্লারের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেও জিম ও সুইমিং পুল এখনও বন্ধ রয়েছে।

English summary
The state government has allowed the opening of salons and beauty parlors in the state with 50 per cent seating capacity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X