For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিঁয়াজ এবার কাঁদিয়ে ছাড়বে, দামের বহর এখন ১০০ টাকা ছাড়িয়ে ছুটছে ১৫০-র দিকে

মঙ্গলবার পেঁয়াজের দাম ফের ১০০ টাকা ছাড়িয়ে ১৩০-১৪০-এ ঘোরাফেরা করছে। এই দাম ১৫০ টাকা ছাড়াতে পারে। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার পেঁয়াজের দাম ফের ১০০ টাকা ছাড়িয়ে ১৩০-১৪০-এ ঘোরাফেরা করছে। এই দাম ১৫০ টাকা ছাড়াতে পারে। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। নাসিকের পাইকারি বাজারে ৪০ টাকা করে পিঁয়াজ বিক্রি হচ্ছে। তা যখন কলকাতার বাজারে পৌঁছচ্ছে তার দাম হচ্ছে ১৩০-১৪০ টাকা। এভাবে দাম বাড়তে থাকায় কেন্দ্র খুচরা বিক্রেতাদের জন্য পেঁয়াজের স্টক হোল্ডিং সীমা অর্ধেক করে দিয়েছে।

 ১৫০ টাকা ছুঁতে চলেছে পিঁয়াজ

১৫০ টাকা ছুঁতে চলেছে পিঁয়াজ

কয়েকদিন আগেও পিঁয়াজের দাম ১০০ টাকায় পৌঁছেছিল। এবার তা আরও ঊর্ধ্বমুখী হয়ে ১৫০ টাকা ছুঁতে চলেছে। ভারী বৃষ্টিপাতের ফলে ফসলের ক্ষতি হওয়ায় এই দর বৃদ্ধি বলে মনে করা হলেও, আকাশ-ছোঁয়া দামের কারণ নিয়ে সরকারের ব্যর্থতাও তুলে ধরছে বিরোধীরা। এখন আশঙ্কার করা হচ্ছে নতুন ফসল না উঠলে পিঁয়াজের দাম কমবে না।

মধ্যবিত্তদের মাথায় হাত, চোখে জল

মধ্যবিত্তদের মাথায় হাত, চোখে জল

ব্যবসায়ীরা মনে করছে নাসিকের বাজারে নতুন পিঁয়াজ আসবে নতুন বছরের প্রথম। ফলে ডিসেম্বের পিঁয়াজের দাম কমার কোনও সম্ভাবনা নেই। সেই জানুয়ারি-ফেব্রুয়ারিতে গিয়ে ফের পিঁয়াজের দাম স্বাভাবিক হতে পারে। এখন পিঁয়াজের দাম হু-হু করে বেড়ে চলায় মধ্যবিত্তদের মাথায় হাত পড়েছে।

পেঁয়াজের দাম কমার লক্ষণ নেই

পেঁয়াজের দাম কমার লক্ষণ নেই

পিঁয়াজের এই দামবৃদ্ধিতে সরকার কোনও ব্যবস্থা নিতে পারেনি। পেঁয়াজের দাম কমার লক্ষণ না থাকায় রফতানি বন্ধ করে কেন্দ্র এখন ডিহাইড্রেটেড পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। খুচরা বিক্রেতাদের জন্য স্টক হোল্ডিং সীমা ১০ টন থেকে ৫ টন এবং পাইকারীদের জন্য ৫০ টন থেকে ২৫ টনে নামিয়ে আনা হয়েছে কেন্দ্রের তরফে।

English summary
Retail rate of onion likely to touch rupees 150 per kg. Center halves onion stock holding limit for retailers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X