For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির জয়ের প্রভাব বাংলাতেও! লোকসভায় রাজ্যের আসন নিয়ে ভবিষ্যৎবাণী শুভেন্দুর

উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়া সহ উত্তরাখণ্ডে বিজেপির এই ফলাফলের প্রভাব পড়ল বাংলাতেও। ইতিমধ্যে চার রাজ্যেই শুরু হয়ে গিয়েছে বিজেপি নেতা-কর্মীদের সেলিব্রেশন। বিভিন্ন জায়গাতে অকাল হোলি খেলতে শুরু করে দিয়েছেন নেতারা।

  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে চারটিতে জয়জয়কার বিজেপির। উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়া সহ উত্তরাখণ্ডে বিজেপির এই ফলাফলের প্রভাব পড়ল বাংলাতেও। ইতিমধ্যে চার রাজ্যেই শুরু হয়ে গিয়েছে বিজেপি নেতা-কর্মীদের সেলিব্রেশন। বিভিন্ন জায়গাতে অকাল হোলি খেলতে শুরু করে দিয়েছেন নেতারা।

লোকসভায় আসন নিয়ে ভবিষ্যৎবাণী শুভেন্দুর

বিকেলের দিকে সম্ভবত দিল্লিতে বিজেপির সদর দফতরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকতে পারেন অমিত শাহও।

কলকাতায় হোলি খেলায় মেতে উঠলেন বিজেপি নেতা-কর্মীরা

অন্যদিকে শুধু চার রাজ্যেই নয়, বিজেপির জয়জয়কারের পরেই কলকাতায় হোলি খেলায় মেতে উঠলেন বিজেপি নেতা-কর্মীরা। চার রাজ্যেই নিজেদের জায়গা শক্ত হওয়ার ইঙ্গিত সামনে আসার পরেই কলকাতায় বিজেপি দফতরের আসতে শুরু করেন বিজেপি নেতারা। আসতে থাকেন কর্মীরাও।

জয় নিশ্চিত হতেই হোলি খেলায় মেতে উঠেন নেতা-কর্মীরা। যোগ দেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বও। কার্যত বিদ্রোহ ভুলে একমঞ্চে সবাই! কখনও যোগী আবার কখনও মোদীর নামে স্লোগান তুলতে দেখা যায় বিজেপি কর্মীদের।

আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

অন্যদিকে চার রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির জয়জয়কার সামনে আসার পরেই কিছুটা আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি বিধানসভার বাইরে মিষ্টি হাতে বেরিয়েও আসেন তিনি। পতচলতি মানুষ থেকে সবাইকে মিষ্টিমুখ করান শুভেন্দু। অন্যদিকে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সেখানে বিরোধী দলনেতা বলেন, আগামী লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ভালো ফল করবে। শুধু তাই নয়, ২৫টিরও বেশি আসন পাবে বলে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতার। শুধু তাই নয়, গোটা দেশে ৪০০টিরও বেশি আসন পেয়ে ফের একবার কেন্দ্রের মসনদে মোদী সরকার তৈরি করবে বলেও দাবি তাঁর।

বিজেপিই ক্ষমতায় আসবে

অন্যদিকে দিলীপ ঘোষও এই ফলাফল নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, সবাই জানত বিজেপিই ক্ষমতায় আসবে। শুধু এই রাজ্যের কয়েকজন শুধু অন্য স্বপ্ন দেখছিলেন। শুধু তাই নয়, নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ওকে আক্রমণ শানান দিলীপবাবু। তাঁর কটাক্ষ, দিদি উত্তরপ্রদেশে গিয়ে উল্টো হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়ে এসেছে।

দিলীপের মতে, মোদীজি কংগ্রেস মুক্ত ভারত চান, মানুষও সেটাই চায়। কংগ্রেসের পারিবারিক রাজনীতি তাঁদের ধীরে ধীরে হারিয়ে যাওয়ার রাস্তার পথেই নিয়ে যাচ্ছে বলে কটাক্ষ দিলীপ ঘোষের। তাঁর মতে, কংগ্রেস দেশে দুর্নীতি নিয়ে এসেছে। আর সেই কারণে পঞ্জাবে কংগ্রেসের এই হাল বলে দাবি প্রাক্তন রাজ্য সভাপতির।

Recommended Video

বিজেপির জয়ের প্রভাব বাংলাতেও, মিষ্টি বিতরণ করলেন শুভেন্দু ও অগ্নিমিত্রা পাল | Oneindia Bengali

উল্লেখ্য, চার রাজ্যে বিজেপির জয়জয়কার হলেও পঞ্জাবে আম আদমিকেই চাইলেন সে রাজ্যের মানুষ।

English summary
Result Out: Suvendu Adhikari predicts BJP's more seat in Loksabha election from West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X