For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষিতা তাই ঢুকতে দেওয়া হয়নি কালীঘাটের রেস্তোরাঁয়, অভিযোগ পার্কস্ট্রিট কাণ্ডের পীড়িতার

Google Oneindia Bengali News

ধর্ষিতা তাই ঢুকতে দেওয়া হয়নি কালীঘাটের রেস্তোরাঁয়, অভিযোগ পার্কস্ট্রিট কাণ্ডের পীড়িতা
কলকাতা, ১৫ সেপ্টেম্বর : ২০১২ সালে কলকাতার পার্ক স্ট্রিটে চলন্ত গাড়ির মধ্যে ধর্ষিতা হয়েছিলেন তিনি। আর সেই ঘটনাকে কেন্দ্র কেরে উঠেছিল নানা বিতর্ক। সরকার পক্ষ থেকে গোটা বিষয়টিকে সাজানো ঘটনা ব্যাখ্যা করা হয়েছিল। তৃণমূল সাংসদ দাবি করেছিলেন, ওই ধর্ষিতার সঙ্গে তাঁর 'খদ্দের'-এর মধ্যে ঝামেলার ফলেই এই ঘটনা। তারপরদুবছর কেটে গিয়েছে। কিন্তু তবুও সেই ঘটনার জের পিছু ছাড়ছে না, আক্ষেপ পার্কস্ট্রিট

রবিবারদিন পার্কস্ট্রিট কাণ্ডে পীড়িতা মহিলা দাবি করেন, দক্ষিণ কলকাতার এক অভিজাত রেস্তোরাঁয় তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। তাঁর অপরাধ তিনি ধর্ষিতা। এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পাড়া কালীঘাট এলাকার জিঞ্জার রেস্তোরাঁয়। ওই মহিলা অভিযোগ, "রেস্তোরাঁর ম্যানজমেন্ট আমাকে ভিতরে ঢোকার আগেই দরজায় আটকে দেয়। বলে, আমি পার্ক স্ট্রিট কাণ্ডের ধর্ষিতা বলে তারা আমাকে ভিতরে ঢুকতে দিতে পারবেন না। তাঁরা বলেন, আমাকে ভিতরে ঢুকতে না দেওয়ার জন্য উপর থেকে নির্দেশ আছে।" এরপরেই নির্যাতিতার প্রশ্ন, "আমি ধর্ষিত হয়েছি, তাতে আমার কী অপরাধ? আমি কেন আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারব না।"

যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁদের কথায় ওই মহিলাকে ঢুকতে দেওয়া হয়নি একথা সত্যি। তবে তার পক্ষে তিনি যে যুক্তি দিচ্ছেন তা ঠিক নয়। তাঁদের কথায় ওই মহিলা অত্যান্ত ঝামেলাজনক। রেস্তোরাঁর মালিক দীপ্তেন বন্দ্যোপাধ্যায়ের কথায়, "ধর্ষিতা বলে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে একথা ভুস। এর আগেও এখানে এসে মদ খেয়ে মাতলামি শুরু করে দেন। আমাদের কাছে তার ভিডিও ফুটেজও আছে। সেই কারণেই দরজা থেকে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।"

English summary
Restaurant Barred Me for Being Raped, Claims Park Street rape survivor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X