For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোচবিহারের ভোট পরিচিতি! এক নজরে বর্তমান অবস্থান

ভোটের দামামা বেজে গিয়েছে। রাজ্যে সাত দফায় ভোট। প্রথম দফায়, ১১ এপ্রিল যে দুটি আসনে নির্বাচন হতে চলেছে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার।

  • |
Google Oneindia Bengali News

ভোটের দামামা বেজে গিয়েছে। রাজ্যে সাত দফায় ভোট। প্রথম দফায়, ১১ এপ্রিল যে দুটি আসনে নির্বাচন হতে চলেছে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার। আসনটি তফশিলিদের জন্য সংরক্ষিত। একটা সময়ে টানা আসনটি বাম তথা ফরওয়ার্ডব্লকের দখলে ছিল। বর্তমানে সেটি তৃণমূলের দখলে রয়েছে। এখনও পর্যন্ত কোনও দলই এই আসনের জন্য প্রার্থী ঘোষণা করেনি।

ভোটে কোচবিহার

ভোটে কোচবিহার

কোচবিহারের ভোটের জন্য নোটিফিকেশন জারি হবে ১৮ মার্চ। মনোনয়ন জমার শেষ দিন ২৫ মার্চ। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ২৬ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ।

রাজনৈতিক অবস্থান

রাজনৈতিক অবস্থান

কোচবিহারে বামেদের অবস্থান ক্ষয়িষ্ণু বললেও ভুল কিছু বলা হয় না। এবার সেখানে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা।

কোচবিহারের ভোট পরিচিতি

কোচবিহারের ভোট পরিচিতি

২০১৪ সালে শেষপর্যন্ত ইভিএম-এর বোতাম টিপেছিলেন ৬ লক্ষ ৯৫ হাজার ২৫৪ জন পুরুষ। মহিলা ভোটদাতা যারা বুথে গিয়ে ভোট দিয়েছিলেন তাঁদের সংখ্যাটা ছিল ৬ লক্ষ ৫০ হাজার ৯৬৫। অন্যান্যদের মধ্যে ২ জন ভোট দিয়েছিলেন। সবমিলিয়ে মোট ১৩ লক্ষ ৪৬ হাজার ২২৩টি ভোট পড়েছিল এই কেন্দ্রে। ভোটদানের হার ছিল ৭৮ শতাংশ।

তপশিলি সংরক্ষিত আসন

তপশিলি সংরক্ষিত আসন

এই লোকসভা আসনটি তপশিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত। তৃণমূল কংগ্রেসের পার্থপ্রতিম রায় এই আসনে ৭লক্ষ ৯৪হাজার ৩৭৫টি ভোটে জয়ী হয়েছিলেন। এই আসনে ভোট পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে ছিলেন বিজেপি-র হেমচন্দ্র বর্মণ। তিনি ৩লক্ষ ৮১ হাজার ১৩৪টি ভোট পেয়েছিলেন। তৃণমূল প্রার্থীর থেকে ৪লক্ষ ১৩ হাজার ২৪১টি ভোট কম পেয়েছিলেন বিজেপি প্রার্থী।

বেশিরভাগ বিধানসভা কেন্দ্রই তৃণমূলের দখলে

বেশিরভাগ বিধানসভা কেন্দ্রই তৃণমূলের দখলে

মাথাভাঙা কেন্দ্রটি ২০১১ থেকে তৃণমূলের দখলে রয়েছে। প্রবল তৃণমূল ঝড়েও ২০১১ সালে কোচবিহার উত্তর আসনটি দখলে রাখতে পেরেছিল ফরওয়ার্ড ব্লক। কোচবিহার দক্ষিণ আসনের পরিস্থিতিও একই। শীতলকুচি আসনটিও তৃণমূলের দখলে রয়েছে। দিনহাটা আসনটি তৃণমূলের দখলে রয়েছে। এই কেন্দ্রের বর্তমান বিধায়ক উদয়ন গুহ প্রবল তৃণমূল ঝড়েও ২০১১ সালে ফরওয়ার্ডব্লকের তরফে ওই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৬-র আগে তিনি তৃণমূলে যোগ দেন। নাটাবাড়ি আসনটিও ২০১১ থেকে তৃণমূলের দখলে রয়েছে।

English summary
Residents of Coochbihar will face Parliamentary Election on 11th April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X