For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিভিন্ন ওষুধের অজানা নিরাময়ী ক্ষমতা খুঁজে বের করলেন খড়গপুরের গবেষকেরা

  • |
Google Oneindia Bengali News

এবার বিভিন্ন পরিচিত ওষুধের অজানা নিরাময়ী ক্ষমতা খুঁজে বের করলেন আইআইটি খড়গপুরের গবেষকেরা। আইআইটি খড়গপুরের স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এসএমএসটি) গবেষকরা বেশ কিছু নতুন ওষুধের পাশাপাশি অনেক পুরনো ওষুধের সন্ধান করেছেন যা দিয়ে সহজেই একাধিক জটিল রোগের সমাধান হতে পারে।

বিভিন্ন ওষুধের অনাবিষ্কৃত নিয়াময়ী ক্ষমতা খুঁজে বের করলেন খড়গপুরের গবেষকেরা

ইতিমধ্যেই একাধিক পরীক্ষা নিরীক্ষায় তারা দেখিয়েছেন কিছু নির্দিষ্ট রোগের জন্য কিছু বিদ্যমান ওষুধেই সম্পূর্ণ নিরাময় হতে পারে। কিন্তু এতদিন সেগুলিকে ওই রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। যেমন বিটা থ্যালাসেমিয়া রোগাক্রান্তদের চিকিৎসার জন্য ফেটাল হিমোগ্লোবিন ব্যবহার করার কথা বলেন খড়গপুরের গবেষকেরা।

সূত্রের খবর, কোন রোগের জন্য কোন ওষুধ গুলিকে পুনরায় ব্যবহার করা যেতে তার জন্য খড়গপুরের রিজেনারেটিভ মেডিসিন ল্যাবের গবেষকরা এমআইআরএনএ বা মাইক্রো রিবোনুক্লিক অ্যাসিড নিয়ে দীর্ঘদিন অধ্যায়ন করেছেন বলেও জানা যাচ্ছে। যেখান থেকে থ্যালাসেমিয়া এবং অ্যানিমিয়ার মতো রক্ত-জনিত রোগের চিকিৎসার পথ আরও প্রসারিত হতে পারে।

English summary
IIT Kharagpur recognizes new application areas for existing drugs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X