For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নেতাজিকে আমরা শ্রদ্ধা করি'! বাংলার ট্যাবলো বাতিলের কারণ জানিয়ে মমতাকে চিঠি রাজনাথের

পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা নিয়ে কার্যত তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার ২৬ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রকে স্যালুট জানিয়ে ট্যাবলো পাঠানো হয়। কিন্তু সেই ট্যাবলো বাতিল হয়ে যায়। আর তা নিয়ে চরম বিতর্ক। বাঙালির ভাবাবেগে আঘাত বলেও

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা নিয়ে কার্যত তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার ২৬ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রকে স্যালুট জানিয়ে ট্যাবলো পাঠানো হয়। কিন্তু সেই ট্যাবলো বাতিল হয়ে যায়। আর তা নিয়ে চরম বিতর্ক। বাঙালির ভাবাবেগে আঘাত বলেও তোপ শাসকদল তৃণমূলের।

ট্যাবলো বাতিলের কারণ জানিয়ে মমতাকে চিঠি রাজনাথের

আর এই বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনকি বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ও এই ট্যাবলোকে জায়গা করে দেওয়ার জন্যে আবেদন জানিয়েছিলেন। কার্যত কোনও কথাই শুনল কেন্দ্র। স্পষ্ট জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রক। মন্ত্রকের এক আধিকারিক এই বিষয়ে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুকে জানিয়েছেন। একই ভাবে তামিলনাড়ুর ট্যাবলোও বাতিল হয়েছে।

তবে আলাদা ভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। কেন বাতিল হল ওই ট্যাবলো সে বিষয়ে বিস্তারিত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চিঠি দেওয়া হয়েছে।

রাজনাথ সিং তাঁর লেখা চিঠিতে জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্রকে অশ্রদ্ধা করার কোনও প্রশ্নই নেই। ইতিমধ্যে ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস ঘোষণা করা হয়েছে। আর তা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সম্মান জানিয়েই করা হয়েছে।

শুধু তাই নয়, ২৩ জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে দেশে। আর তা চলবে ৩০ জানিয়ারি পর্যন্ত। বর্তমান সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু ও পশ্চিমবঙ্গের প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর প্রতি কৃতজ্ঞ। এমনটাই উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে।

কীভাবে ট্যানলো বেছে নেওয়া হয় সে বিষয়ে ওই চিঠিতে রাজ্যের প্রশাসনিক প্রধানকে সাম্যক ধারনা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। একই সঙ্গে কবে কবে রাজ্যের ট্যাবলো জায়গা পেয়েছে তাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।

প্রতিরক্ষামন্ত্রী লেখেন, 'আমি ব্যক্তিগতভাবে আপনাকে জানাতে চাই এবার ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাবের মধ্যে ১২টিকে অনুমোদন দেওয়া হয়েছে। নেতাজি নিয়ে কেন্দ্রীয় সরকার কি কি সিদ্ধান্ত নিয়েছে তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত জানিয়েছেন রাজনাথ সিং।

ট্যাবলো নিয়ে যেখানে উত্তাল রাজ্য-রাজনীতি সেখানে দাঁড়িয়ে এহেন রাজনাথ সিংয়ের চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, নেতাজি নিয়ে যে দন্দ তৈরি হয়েছে তাও মেটানোর চেষ্টা রাজনাথ সিং করলেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন নির্মলা সীতারমণ। নির্মলা সীতারমন বলেছেন, এবারে সিপিডব্লুডির ট্যাবলোতেও নেতাজি রয়েছে। ফলে নেতাজিকে ট্যাবলো থেকে বাদ দেওয়া হয়েছে, এমন খারাপ রাজনীতি দেখা বন্ধ করুন, বিরোধীদের কাছে আবেদনে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

English summary
Republic Day: rajnath Singh sends letter to Mamata Banerjee defending tableau issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X