For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাথর প্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী

পাথর প্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

পাথরপ্রতিমা অচিন্ত্য নগর অঞ্চলে (কেপ্লট) মজুত রাখা ত্রাণের মাল উদ্ধার করল গ্রামবাসীরা।
স্থানীয় তৃণমূলের নেতা ও পঞ্চায়েতের সুপারভাইজার অনন্ত দাস ও ভরত মণ্ডল এ কাজ করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এদিন তৃণমূল নেতা অনন্ত দাসের বাড়ি থেকেই এই মজুত মাল উদ্ধার করা হয়েছে বলে জানান গ্রামবাসীরা।

পাথর প্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী

পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ যে কাজ করতে পারেনি গ্রামবাসীরা সে কাজ করেছে, তার সত্বেও পুলিশ গ্রামবাসীদের চারজনকে গ্রেপ্তার করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পাথরপ্রতিমা অচিন্ত্য নগর অঞ্চলে, (কেপ্লট) এলাকায়, তৃণমূল নেতার বাড়ি থেকে, ত্রাণের মাল পাচার হওয়ার সময়, গ্রামবাসীরা হাতেনাতে ধরে স্থানীয় পুলিশ প্রশাসনে খবর দেয়।

তবে গ্রামবাসীদের অভিযোগ, পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ আসতে অনেক দেরি করে। তাই বাধ্য হয়েই গ্রামবাসীরা মিলিত হয়ে পাচার হওয়া চাল আটকায়। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা দিলবার শেখ, তার দলবল নিয়ে উপস্থিত হয়ে গ্রামবাসীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, এই আক্রমণের শিকার হন বয়স্ক সুধাংশু শেখর করণ সহ ৪৫ জন। তারা ভীষণভাবে আহত হন।

গ্রামবাসীরা জানান, এরপর ঘটনাস্থলে পুলিশ এলে পাচারকারীরা সদলবলে পালিয়ে যায়। ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, চাল চোর অভিযুক্তদের না পেয়ে গ্রামবাসীদের আটক করেছে পুলিশ।

করোনার মধ্যে বন্যার ভ্রুকূটি, অসমে বিপর্যস্ত সাড়ে ৯ লক্ষ বাসিন্দা, মৃত কমপক্ষে ২০করোনার মধ্যে বন্যার ভ্রুকূটি, অসমে বিপর্যস্ত সাড়ে ৯ লক্ষ বাসিন্দা, মৃত কমপক্ষে ২০

English summary
Relief recovered from TMC leader's home in Pathar Pratima West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X