For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ লড়াই লড়ব, একসাথে জিতব! 'ওয়েভিং ফ্ল্যাগে'র সুরে প্যারোডি রেড ভলান্টিয়ারদের

এ লড়াই লড়ব, একসাথে জিতব! 'ওয়েভিং ফ্ল্যাগে'র সুরে প্যারোডি রেড ভলান্টিয়ারদের

Google Oneindia Bengali News

ভোটের ফল বেরনোর আগেই পথে নেমেছেন রেড ভলান্টিয়ার্সরা (red volunteer)। মূলত সিপিআইএম-এর ছাত্র-যুবরা করোনা (coronavirus) আক্রান্তদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। বিধানসভা ভিত্তিক স্বেচ্ছাসেবকদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এবার সেই রেল ভলান্টিয়ারদের সমর্থনে নতুন প্যারোডি (parody)এ লড়াই লড়ব, একসাথে জিতব।

মোহভঙ্গ বিজেপিতে! মুকুল-শুভেন্দুর হাত ধরে আসা সংখ্যালঘু নেতাদের ঘরওয়াপসির জল্পনামোহভঙ্গ বিজেপিতে! মুকুল-শুভেন্দুর হাত ধরে আসা সংখ্যালঘু নেতাদের ঘরওয়াপসির জল্পনা

ভোটের বাজারে এসেছিল টুম্পা সোনা, লুঙ্গি ড্যান্স

ভোটের বাজারে এসেছিল টুম্পা সোনা, লুঙ্গি ড্যান্স

এবারের ভোটের প্রচারে বামেদের তরফে বাজারে আনা হয়েছিল লুঙ্গি ড্যান্স, টুম্পা সোনার মতো প্যারোডি। যা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছিল। এইধরনের প্রচার নজর কেড়েছিল। কেউ তার সমালোচনা করেছিলেন। প্রশ্ন করেছিলেন গণসঙ্গীতের পাশে এই প্যারোডি জায়গা পায় না। আবার কেউ প্রশংসা করেছিলেন। কিন্তু ফল বেরোতে দেখা গেল ভোটের বাজারে তা দাগ কাটতে পারেনি।

 ফলে বেরোনোর আগেই রাস্তায়

ফলে বেরোনোর আগেই রাস্তায়

তবে ভোটের ফল যাই হোক না কেন, সেই ফল বেরনোর আগে রাস্তায় নেমেছেন এই প্রজন্মের বাম মনোভাবা সম্পন্ন তরুণ-তরুণীরা। উদ্দেশ্য করোনা আক্রান্তদের পাশে থাকা। অক্সিজেন, ওষুধ, অ্যাম্বুলেন্স থেকে খাবার, ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন তাঁরা। www.redvolunteerwb.com-এ জেলা এবং বিধানসভা ভিত্তিক স্বেচ্ছাসেবকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সূত্র ধরেই বহু মানুষ পৌঁছে যাচ্ছেন রেড ভলান্টিয়ারদের কাছে।

প্যারোডি তৈরি হয়েছে 'ওয়েভিং ফ্ল্যাগে'র অনুকরণে

প্যারোডি তৈরি হয়েছে 'ওয়েভিং ফ্ল্যাগে'র অনুকরণে

২০১০-এর ফুটবল বিশ্বকাপের সময় প্রকাশিত হওয়া ওয়েভিং ফ্ল্যাগ সেই সময়ে বেশ জনপ্রিয় হয়েছিল। নিজেদের বার্তা আরও ভাল করে পৌঁছে দিতে সোমালি-কানাডিয়ান শিল্পী কে'নানের সুর অনুকরণ করা হয়েছে। ভিডিওতে করোনা সংকটে 'বন্ধু'র পথে মানুষের পাশে থেকে লড়াই জেতার অঙ্গীকার করেছে, তা জানিয়েছে। ভিডিওতে যেমন সরকার বিরোধিতা রয়েছে, আবার সেখানে রয়েছে ভোটে না জেতার কথাও।

 'ওয়েভিং ফ্ল্যাগে'র পিছনে রয়েছে ইতিহাস

'ওয়েভিং ফ্ল্যাগে'র পিছনে রয়েছে ইতিহাস

'ওয়েভিং ফ্ল্যাগে'র পিছনে রয়েছে ইতিহাস। সোমালিয়া এবং সেখানকার মানুষের স্বাধীনতার আকাঙ্খা নিয়ে তৈরি হয়েছিল 'ওয়েভিং ফ্ল্যাগ'। পরবর্তী সময়ে ২০১০-এ হাইতিতে ভূমিকম্পের পরে গানটির রিমেক করে ত্রাণ সংগ্রহ করা হয়েছিল। এবার করোনার সংকটেও জুড়ে গেল 'ওয়েভিং ফ্ল্যাগ'-এর নাম।

English summary
Red volunteers comes out parody on the tune of waving flag on their relief work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X