For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিভিন্ন পদমর্যাদার একাধিক শূন্যপদে বিপুল নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! রইল বিস্তারিত

রাজ্যে পালাবদলের পরেই পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয় রাজ্য প্রশাসনের তরফে। একাধিক থানাকে ভেঙে একাধিক ছোট থানা তৈরি করা হয়। শুধু তাই নয়, এলাকাগুলিকে

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে পালাবদলের পরেই পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয় রাজ্য প্রশাসনের তরফে। একাধিক থানাকে ভেঙে একাধিক ছোট থানা তৈরি করা হয়। শুধু তাই নয়, এলাকাগুলিকে কমিশনারেট করা হয়।

বারাকপুর, বিধাণনগর, হাওড়া সহ একাধিক পুলিশ কমিশনারেট করা হয়। কলকাতা পুলিশের কাজের পরিধিও বাড়ানো হয়। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র এবং পুলিশ নিজের কাছেই রাখেন। সেখানে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তিনি।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়

এবার ফের একবার নিয়োগ হতে চলেছে পুলিশে। গত কয়েকদিন আগেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের কণস্টেবল পদে ব্যাপক নিয়োগ করেছে। আর এর মধ্যেই নতুন করেই ফের একবার নিয়োগের সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের। গতকাল বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। আর সেই আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ হল রাজ্য পুলিশে এই নিয়োগ।

কয়েকটি থানা তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী

কয়েকটি থানা তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী

নতুন করে আরও বেশ কয়েকটি থানা তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাকপুর কমিশনেই একাধিক থানা তৈরি হওয়ার কথা রয়েছে। বেলঘরিয়া থানার দায়িত্ব ভেঙে তৈরি হবে দক্ষিণেশ্বর এবং কামারহাটি। এছাড়াও হালিশহর, নাগেরবাজার, জেটিয়া, শিবদাসপুর, বাসুদেবপুর, মোহনপুর থানা তৈরি হবে। এছাড়াও বেশ কয়েকটি ফাঁড়ি তৈরি হবে। বাড়ুইপাড়া, আটচালা বাগনান এবং গোলঘরে তৈরি হবে ফাঁড়ি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্কফোর্সের অধীনে বিশেষ থানা তৈরির কথা ভাবছে সরকার। আর তা হলে দুটি থানা তৈরি হবে। আর সেদিকে তাকিয়েই প্রয়োজন লোকবল। আর তাই কর্মী নিয়োগের এই সিদ্ধান্ত।

আলোচনা বাস্তবায়নের পথে রাজ্য সরকার।

আলোচনা বাস্তবায়নের পথে রাজ্য সরকার।

জেলাগুলিতেও বেশ কয়েকটি নতুন থানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি পুলিশ ফাঁড়িকে পূর্ণ থানা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই আলোচনা বাস্তবায়নের পথে রাজ্য সরকার।

একাধিক শূন্যপদে হবে এই নিয়োগ

একাধিক শূন্যপদে হবে এই নিয়োগ

কর্মবন্ধু সহ একাধিক শূন্যপদে হবে এই নিয়োগ। শুধু তাই নয়, ৯৯৮ জন পুলিশ আধিকারিক- কর্মী নিয়োগ হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন পদমর্যাদার এই নিয়োগ হবে। এখনও পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর। রাজ্য মন্ত্রিসভায় প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন বলেই খবর।

English summary
Recruitment will start in West Bengal Police, decision taken in cabinet meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X