For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কুন্তল ঘনিষ্ঠ বলাগড়ের তৃণমূল নেতার বাড়িতে ইডি, চলছে তল্লাশি

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে একেবারে কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ শুক্রবার সকাল থেকে একযোগে একাধিক জায়গাতে হানা দিলেন কেন্দ্রীয় আধিকারিকরা। একদিকে তল্লাশি চালানো হচ্ছে হুগলির যুবনেতা কুন্তল ঘোষের নিউ টাউন

  • |
Google Oneindia Bengali News

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে একেবারে কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ শুক্রবার সকাল থেকে একযোগে একাধিক জায়গাতে হানা দিলেন কেন্দ্রীয় আধিকারিকরা। একদিকে তল্লাশি চালানো হচ্ছে হুগলির যুবনেতা কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাটে। অন্যদিকে বলাগড়ের আরও এক তৃণমূল নেতার বাড়িতেও এদিন সকালে পৌঁছে যান ইডির আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জায়গাতে ইডির তল্লাশি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা

কলকাতা হাইকোর্টের তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক প্রভাবশালীকে জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। সেখান থেকে বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। আর সেই সমস্ত তথ্যের একাধিক সূত্রে পৌছতেই আজ শুক্রবার সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। আর সেই মতো হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। যদিও সেই সময়ে বাড়িতে ছিলেন না তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি। প্রায় ২০ থেকে ৩০ মিনিট বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় ইডির আধিকারিকদের। এরপর দীর্ঘক্ষণ পর ঘরে ঢোকেন আধিকারিকরা। যদিও এর আগে ওই তৃণমূল নেতার বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বলে খবর।

 ১০ জনের ইডির একটি টিম এই তল্লাশি চালাচ্ছে

১০ জনের ইডির একটি টিম এই তল্লাশি চালাচ্ছে

জানা যাচ্ছে, ১০ জনের ইডির একটি টিম এই তল্লাশি চালাচ্ছে বলে খবর। অন্যদিকে, মানিক ঘনিষ্ঠ তাপস এবং কুন্তলকে জেরা করে শান্তনুর নাম পান তদন্তকারীরা। শুধু তাই নয়, হুগলির যুব নেতা কুন্তলের খুবই ঘনিষ্ঠ বলেও খবর। শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ তদন্তে টাকা তোলারও একটা অভিযোগ শান্তনুর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারীরা পেয়েছেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরও নিশ্চিত হতে চাইছেন। আর সেই কারনেই এই তল্লাশি বলে জানা যাচ্ছে। যদিও সকালে বাড়িতে শান্তনু বা তাঁর পরিবারের কেউ ছিলেন না বলেই তদন্তকারীদের জানান তৃণমূল নেতার দায়িত্বে থাকা দেহরক্ষীরা। তবে ইডির পরিচয় জানতেই বাড়ির সমস্ত চাবি তাদের হাতে নিরাপত্তারক্ষীরা তুলে দেন বলে জানা যাচ্ছে।

কুন্তল এবং তাঁর পরিবারকে ফের একবার জিজ্ঞাসাবাদ

কুন্তল এবং তাঁর পরিবারকে ফের একবার জিজ্ঞাসাবাদ

অন্যদিকে কুন্তল এবং তাঁর পরিবারকে ফের একবার জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। জানা যাচ্ছে, নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কুন্তলের দুটি ফ্ল্যাট আছে বলে জানা যাচ্ছে। ওই দুটি ফ্ল্যাটেই আজ সকালে পৌঁছে যান ইডির তদন্তকারী আধিকারিকরা। দুটি দলে ভাগ হয়ে চলছে ইডির তল্লাশি অভিযান। অন্যদিকে ফ্ল্যাটে সেই সময়ে কুন্তল এবং পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদেরকেও এই বিষয়ে তদন্তকারীরা জেরা করছেন বলে খবর। অন্যদিকে জানা যাচ্ছে, শান্তনু কুন্তলের খুবই ঘনিষ্ঠ। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে তৃণমূল সূত্রে খবর।

English summary
Recruitment Scam: ED Search operation at TMC Leader Shantanu's house in Balagarh hooghly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X