For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুনের তৃণমূলে ফেরৎ আসা নিয়ে কী বললেন দেবাংশু? পড়ুন এক্সক্লুসিভ সাক্ষাৎকার

অর্জুনের তৃণমূলে ফেরৎ আসা নিয়ে কী বললেন দেবাংশু? পড়ুন এক্সক্লুসিভ সাক্ষাৎকার

  • |
Google Oneindia Bengali News

২০২১ এ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দলবদলুদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। সেই তালিকায় ছিলেন অর্জুন সিংও। দেবাংশু বলেছিলেন এই দলবদলুরা তৃণমূলে ফিরতে চাইলে তিনি প্রতিবাদ করবেন৷ রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকস্ট্রিটের অফিসে গিয়ে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন অর্জুন সিং। এ নিয়ে ঠিক বক্তব্য রয়েছে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের? তা জানতেই ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে ফোন করা হয়েছিল দেবাংশুকে। পড়ুন তিনি ঠিক বললেন অর্জুনের দলে ফেরা নিয়ে৷

প্রশ্ন- অর্জুন সিং ফিরে এল কি বলবেন? দেবাংশু- দলের সিদ্ধান্তই চুড়ান্ত৷

প্রশ্ন- অর্জুন সিং ফিরে এল কি বলবেন? দেবাংশু- দলের সিদ্ধান্তই চুড়ান্ত৷

দেবাংশু- দলের সিদ্ধান্তই চুড়ান্ত৷
প্রসঙ্গত, দেবাংশু এক বাক্যে উত্তর দিতে চাইলেও অর্জুনের দলে ফেরা নিয়ে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো চাপের মুখে পড়তে হচ্ছে তৃণমূল মুখপাত্রকে৷ তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অর্জুনের দলে ফেরা নিয়ে কিছুটা চুপচাপই থাকতে চাইছেন দেবাংশু।

প্রশ্ন- ২০২১ এর নির্বাচনের প্রচারে গিয়ে এই দলবদলু নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন আপনি? সমর্থকদের বলেছিলেন এদের দলে ফেরা আটকাবেন যে কোনও উপায়ে?

প্রশ্ন- ২০২১ এর নির্বাচনের প্রচারে গিয়ে এই দলবদলু নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন আপনি? সমর্থকদের বলেছিলেন এদের দলে ফেরা আটকাবেন যে কোনও উপায়ে?

দেবাংশু- অর্জুন সিং তো ২০২০-২১ এ সেই অর্থে দল ছাড়েননি৷ তার আগেই গিয়েছেন৷ বিজেপির ১৮টা সাংসদ দেখে দল ছাড়েননি! যদিও সে সব আলোচনা থাক, আমি বলতে চাই দলকে অনেক সময় ভবিষ্যত ভেবে সিদ্ধান্ত নিতে হয়। দূরদর্শী ভাবনা রাখতে হয় সেখান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে দল।

প্রশ্ন: আপনারাই (তৃণমূল) বলতেন বাংলার রাজনীতিতে অর্জুন সিং ততটাও গুরুত্বপূর্ণ নন, উনি কি এতটাই গুরুত্বপূর্ণ?

প্রশ্ন: আপনারাই (তৃণমূল) বলতেন বাংলার রাজনীতিতে অর্জুন সিং ততটাও গুরুত্বপূর্ণ নন, উনি কি এতটাই গুরুত্বপূর্ণ?

দেবাংশু: দেখুন এটা তো অস্বীকার করার কিছু নেই যে ব্যারাকপুরে বিজেপি বলতে অর্জুন সিং৷ আমরা বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে হারানোর লড়াই লড়ছি৷ সেখানে বিজেপির একটা সাংসদ কমানোও আমাদের জয়৷

প্রশ্ন: এই প্রশ্নটা একজন সাধারণ তৃণমূল সমর্থক দেবাংশু ভট্টাচার্যের কাছে। আচ্ছা এই যে অর্জুন সিং ফিরে এলেন এতে ব্যারাকপুর তথা রাজ্যের আদি তৃণমূল কর্মীরা খুশি হবেন? মন থেকে মেনে নেবেন বিষয়টা?

প্রশ্ন: এই প্রশ্নটা একজন সাধারণ তৃণমূল সমর্থক দেবাংশু ভট্টাচার্যের কাছে। আচ্ছা এই যে অর্জুন সিং ফিরে এলেন এতে ব্যারাকপুর তথা রাজ্যের আদি তৃণমূল কর্মীরা খুশি হবেন? মন থেকে মেনে নেবেন বিষয়টা?

দেবাংশু: এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না প্লিজ৷ এটা দলের সিদ্ধান্ত।

প্রশ্ন: আপনার কাছে শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভোট প্রচারে গিয়ে বলেছেন, বিজেপিকে ভোট দিলে রাজ্যটা ভাটপাড়া হয়ে যাবে, ইঙ্গিতটা সে সময় পরিষ্কার ছিল৷ তাহলে?

প্রশ্ন: আপনার কাছে শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভোট প্রচারে গিয়ে বলেছেন, বিজেপিকে ভোট দিলে রাজ্যটা ভাটপাড়া হয়ে যাবে, ইঙ্গিতটা সে সময় পরিষ্কার ছিল৷ তাহলে?

দেবাংশু: আমি বুঝতে পেরেছি আপনি কী জানতে চান, এ ব্যাপারে একটাই কথা বলব, 'সৎ সঙ্গে সর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।' যতদিন অর্জুন সিং তৃণমূলে ছিলেন আপনারা কি ভাটপাড়া নিয়ে কিছু শুনতেন? বিজেপিতে যাওয়ার পর থেকে ভাটপাড়া অশান্ত হয়৷ এই যে যেমন দেখুন না শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিলেন মানুষের কথা বলতেন, সম্প্রীতির কথা বলতেন৷ এখন সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন বিজেপিতে গিয়ে...

'বাহুবলি' অর্জুনকে তৃণমূলে স্বাগত জানালেন অভিষেক! দিলেন বিশাল সমাবেশের ডাকও 'বাহুবলি' অর্জুনকে তৃণমূলে স্বাগত জানালেন অভিষেক! দিলেন বিশাল সমাবেশের ডাকও

English summary
Read what Debangsh has to say about Arjun's Singh return to TMC, exclusive interview
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X