For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় একযোগে মুখ্যমন্ত্রীকে তোপ লকেট, বাবুলের

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজা। এই সরকারের আমলে একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে। যা নিয়ে বিরোধীরা এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠড়ায় দাঁড় করিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী তরজা। এই সরকারের আমলে একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে। যা নিয়ে বিরোধীরা এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মাঝেরহাট কাণ্ডে অনেক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে সরকার তা স্বীকার করে বিবৃতি দিচ্ছে না বলে অভিযোগ বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র।

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীকে তোপ লকেট, বাবুলের

বাবুল বলেছেন, এই ঘটনা খুব দুঃখের। তবে সমস্যা হল, সংবাদমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন বলাবলি হচ্ছে যে ৪-৫ জনের প্রাণ গিয়েছে, তখন দার্জিলিং থেকে মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন কারও প্রাণ যায়নি। সমস্যা হল তিনি স্বীকারই করেন না যে পশ্চিমবঙ্গে কোনও সমস্যা রয়েছে।

[আরও পড়ুন: ব্রিজ ভেঙে পড়ার খবর শুনেই ছুটে গিয়েছিলেন, দেখেন স্ল্যাবের পাশে পড়ে সংজ্ঞাহীন প্রান্তিকা][আরও পড়ুন: ব্রিজ ভেঙে পড়ার খবর শুনেই ছুটে গিয়েছিলেন, দেখেন স্ল্যাবের পাশে পড়ে সংজ্ঞাহীন প্রান্তিকা]

[আরও পড়ুন:মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার নেপথ্যে কি মেট্রোর কাজ! কী বলছে মেট্রো কর্তৃপক্ষ][আরও পড়ুন:মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার নেপথ্যে কি মেট্রোর কাজ! কী বলছে মেট্রো কর্তৃপক্ষ]

এদিকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও রাজ্য সরকারকে তোপ দেগেছেন সরাসরি। তিনি বলেন, পোস্তা ব্রিজ ভাঙার পরে ফের এমন দিন দেখতে হবে কল্পনা করতে পারিনি। কত যে মানুষ ব্রিজের নিচে পড়ে রয়েছেন কেউ জানে না। ঘটনা হল নীল সাদা রঙ করে সবকিছু হচ্ছে, রক্ষণাবেক্ষণ কিছুই হচ্ছে না। এটাই সবচেয়ে বড় কথা।

[আরও পড়ুন: সামনে মাঘেই স্থির হয়েছিল বিয়ের, খোঁজ না পেয়ে মর্গে ছেলের দেখা পেলেন মা][আরও পড়ুন: সামনে মাঘেই স্থির হয়েছিল বিয়ের, খোঁজ না পেয়ে মর্গে ছেলের দেখা পেলেন মা]

[আরও পড়ুন: ট্যাক্সি নিয়ে মাঝ ব্রিজ থেকে পড়েও গায়ে আঁচড় লাগেনি, অলৌকিক রক্ষা চালক-সহ যাত্রীদের][আরও পড়ুন: ট্যাক্সি নিয়ে মাঝ ব্রিজ থেকে পড়েও গায়ে আঁচড় লাগেনি, অলৌকিক রক্ষা চালক-সহ যাত্রীদের]

[আরও পড়ুন:মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা মমতার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন][আরও পড়ুন:মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা মমতার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন]

ঘটনা হল, ব্রিজ দুর্ঘটনা কাণ্ডে ১ জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। তবে বিরোধীদের দাবি আরও অনেকের মৃত্যু হয়েছে। অনেকে নিখোঁজ রয়েছেন। কংক্রিটের তলায় চাপা পড়ে রয়েছেন।

[আরও পড়ুন:কলকাতাকেও হার মানায় যেসব ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ-বিপর্যয়ের ইতিহাস একনজরে][আরও পড়ুন:কলকাতাকেও হার মানায় যেসব ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ-বিপর্যয়ের ইতিহাস একনজরে]

[আরও পড়ুন: 'ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না', মাঝেরহাট-কাণ্ডে তোপ দাগলে সুজন ][আরও পড়ুন: 'ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না', মাঝেরহাট-কাণ্ডে তোপ দাগলে সুজন ]

[আরও পড়ুন:কলকাতার ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরকারকে তোপ রাজ্যপালের, মন্তব্যে উঠে এল ক্ষোভ ][আরও পড়ুন:কলকাতার ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরকারকে তোপ রাজ্যপালের, মন্তব্যে উঠে এল ক্ষোভ ]

[আরও পড়ুন:মমতার সাত বছরে বাংলায় উড়ালপুল বিপর্যয়ের সাতকাহন, নবতম সংযোজন মাঝেরহাট ][আরও পড়ুন:মমতার সাত বছরে বাংলায় উড়ালপুল বিপর্যয়ের সাতকাহন, নবতম সংযোজন মাঝেরহাট ]

English summary
Reaction of BJP leader Babul Supriyo and Locket Chatterjee on Majerhat Bridge collapse incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X