For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনর্নির্বাচনেও একই মেজাজ! ১০০% ভোট পাবে তৃণমূল, দাবি আরামবাগের নেতার

রিগিং এর অভিযোগে এদিন পুননিবার্চন হল আরামবাগ লোকসভার তারকেশ্বরের নস্করপুর ১১০ নং বুথে। গত ৬ই মে ওই বুথের একটি ভিডিও ভাইরাল হয়।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

রিগিং এর অভিযোগে এদিন পুননিবার্চন হল আরামবাগ লোকসভার তারকেশ্বরের নস্করপুর ১১০ নং বুথে। গত ৬ই মে ওই বুথের একটি ভিডিও ভাইরাল হয়। সেদিনই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল। ভিডিও-তে দেখা যায় তারকেশ্বর ব্লকের ছাত্র নেতা মহারাজ নাগ বেশ কয়েকজনের হয়ে নিজেই ভোট দিচ্ছেন এবং বুথের বাইরে এক নং সুইচ টিপে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার কে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছেন।

পুনর্নির্বাচনেও একই মেজাজ! ১০০% ভোট পাবে তৃণমূল, দাবি আরামবাগের নেতার

জেলা প্রশাসনের তরফে তারকেশ্বরের নস্করপুরের ১১০ নং বুথের পুনর্নির্বাচনের সুপারিশ করা হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সেই মতো নির্ধারিত সময়ে করা নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। এই বুথের ভোটার সংখ্যা ৬৩৪ জন।

এদিন, বিতর্কিত মহারাজ নাগ কে দেখা গিয়েছে ভোট দিতে। তিনি ওই বুথেরই ভোটার। খোশ মেজাজে ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, এই গরমে মানুষ কে অসুবিধার মধ্যে ফেলে দ্বিতীয় বার ভোট হচ্ছে। এখানে বিরোধী নেই তবু তাদের অভিযোগে পুনরায় ভোট হচ্ছে। মানুষ যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। তার বিরুদ্ধে যে ভিডিও দেখা গিয়েছিল সেটা ভুল ছিল বলে দাবি করেন ওই নেতা। তাঁর দাবি, নির্বাচন কমিশনের নিয়মের মধ্যেই পরে বাড়ির বৃদ্ধ হয়ে ভোট দেওয়া যায়। তাঁর আরও দাবি, এই বুথে ১০০ শতাংশ ভোট পাবে তৃণমূল। কেননা এখনে বিরোধী এজেন্ট ও নেই । বিরোধীরা একটা ভোট ও পাবে না। দাবি করেছেন তিনি।

English summary
Re election in Tarakeswar's Naskarpur under Arambag constituency
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X