For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের দলের দেব ও মুনমুন সেনকে নিয়ে অশালীন মন্তব্য রেজ্জাক মোল্লার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২০ এপ্রিল : বামফ্রন্ট থেকে বহিঃষ্কৃত রেজ্জাক মোল্লা তৃণমূল কংগ্রেসে নাম লেখানোর সময় বিস্তর জলঘোলা হয়েছিল। তবে সেসময়ে শত সমালোচনা সত্ত্বেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনজরে ছিলেন তিনি। সেইমতো দলের মধ্যে হাজারো বিরোধ সত্ত্বেও ভাঙড়ে তাঁকে দলের টিকিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য রেজ্জাক মোল্লার

অথচ এই রেজ্জাক মোল্লাই ফের একবার বিপদে ফেললেন দলনেত্রী ও তাঁর দলকে। নিজের দলেরই তারকা প্রার্থীদের কার্যত কটাক্ষ করলেন রেজ্জাক সাহেব। অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব 'ভদ্রলোক' নন, এমনই মন্তব্য করেছেন তিনি।

নিজের দলের দেব ও মুনমুন সেনকে নিয়ে অশালীন মন্তব্য রেজ্জাকের

একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, রাজনীতিতে অভিনেতা-অভিনেত্রীদের অন্তর্ভুক্তি নিয়ে তাঁর মতামত প্রসঙ্গে। সেখানে রেজ্জাক মোল্লা জানান, রাজনীতিতে রূপোলি পর্দার মুখ আনা একধরনের স্টান্ট। ফলে রাজনীতিতে অভিনয় জগত থেকে দেবের মতো লোকই এখন আসছেন, ভদ্রলোক কেউ আসছেন না।

ভাঙড়ে রেজ্জাক মোল্লার ভোট সামলাবেন আরাবুল

দলের আর এক অভিনেত্রী তথা সাংসদ মুনমুন সেনকে নিয়েও কটাক্ষ করেছেন তিনি। সাংসদ হিসাবে তাঁর দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন রেজ্জাক মোল্লা। তাঁর বক্তব্য, দলের অন্তর্দন্দ্ব ঢাকতেই মুনমুন সেন বা দেবের মতো তারকাদের অভিনয়ের মঞ্চ থেকে নামিয়ে রাজনীতির আঙিনায় নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, এই মন্তব্য করে ফের একবার দলনেত্রীর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী 'চাষার ব্যাটা' রেজ্জাক মোল্লা। এখন দেখার দল এই নিয়ে কী সিদ্ধান্ত নেয়।

English summary
Razzak molla attacks own TMC party leaders like Dev and Moonmoon sen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X