For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী হিংসায় আক্রান্ত পুলিশ! আহত রতুয়া থানার ওসি সহ আরও এক কর্মী

রাজ্যে পঞ্চায়েত ভোটচিত্রে বেশ কিছু জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চরম তৎপর হতে দেখা যায় পুলিশকে। মালদায় অশান্তি ঠেকাতে গিয়ে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন রতুয়া থানার ওসি দেবব্রত চক্রবর্তী।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে পঞ্চায়েত ভোটচিত্রে বেশ কিছু জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চরম তৎপর হতে দেখা যায় পুলিশকে। মালদায় অশান্তি ঠেকাতে গিয়ে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন রতুয়া থানার ওসি দেবব্রত চক্রবর্তী। তাঁর গাড়ি লক্ষ্য করে ইঁট বৃষ্টি হয়েছে বলে খবর। গুরুতর অসুস্থ দেবব্রত চক্রবর্তী ভর্তি করা হয়েছে হাসপাতালে।

নির্বাচনী হিংসায় আক্রান্ত পুলিশ! আহত রতুয়া থানার ওসি সহ আরও এক পুলিশ কর্মী

উল্লেখ্য, আজ সকাল থেকেই রতুয়ার বাহারালে বিভিন্ন জায়গায় বুথের বাইরে ও বথের ভিতরে ব্যাপক সংন্ত্রাস চলে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিশালপুলিশ বাহিনী। বাহারালে বাখরা ৭৯ নম্বর বুথে জ্বালিয়ে দেওয়া হয় বাইক। ভাঙচুর হয় পুলিশের গাড়িতে। সেখানেই আক্রান্ত হন দেবব্রত চক্রবর্তী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্বাচনী হিংসায় আক্রান্ত পুলিশ! আহত রতুয়া থানার ওসি সহ আরও এক পুলিশ কর্মী

রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তাক্ত আশান্তির ছবিটা নির্বাচনকে ঘিরে আরও প্রগাঢ় হচ্ছে। রাজনৈতিক দুষ্কৃতিদের হাত থেকে আক্রান্ত হতে বাদ যাচ্ছেন না পুলিশ কর্মীরাও।মালদার রতুয়ার ওসি দেবব্রত চক্রবর্তীর ওপর হামলার ঘটনার পাশাপশি কোচবিহারের দিনহাটার মুন্সিরহাটে আক্রান্ত হন রাজ্যপুলিশের আরও এক কর্মী। সেখানে ভাঙচুর চালানো হয় ভোটের কাজে ব্যবহৃত সরকারী গাড়িতেও।

এদিকে, রাজ্যজুড়ে ভোটের বলি এখনও পর্যন্ত ৬ জন। যদিও পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যে ঘটনা ঘটছে রাজ্য জুড়েতাকে 'নগন্য' বলে তকমা দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কার্যত এক্ষেত্রেও ভোট সন্ত্রাসকে তৃণমূলের তরফে 'ছোট ঘটনার' তত্ত্বেই বেঁধে ফেলা হয়েছে। যদিও বিজেপির দাবি রাজ্যে রাষ্ট্রপতি শাসন হওয়া দরকার।

English summary
Ratua's OC Debabrata Chakraborty Injured in Political attack in malda.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X