For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভনের কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রত্না! একুশের ভোটে কি তাহলে স্বামী-স্ত্রী সম্মুখ-সমরে

শোভনের কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রত্না! একুশের ভোটে কি তাহলে স্বামী-স্ত্রী সম্মুখ-সমরে

Google Oneindia Bengali News

স্বামী শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী হতে পারেন স্ত্রী রত্না, এই সম্ভাবনা ছিলই। তা সত্যি করেই এবার রত্না চট্টোপাধ্যায় প্রার্থী হলেন বেহালা পূর্বে। এবার বাংলার নির্বাচনে স্বামী-স্ত্রীর লড়াই হতে পারে, সবকিছু ঠিকঠাক চললে শোভন চট্টোপাধ্যায় বেহালা পূর্ব থেকে প্রার্থী হতে পারেন বিজেপির টিকিটে। ফলে বেহালায় জোড়াফুলের রত্না বনাম পদ্মফুলের শোভনের লড়াই আসন্ন হতে চলেছে।

শোভনের কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রত্না

শোভনের কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রত্না

শোভন চট্টোপাধ্যায় ছিলেন বেহালা পূর্ব কেন্দ্রের বিধায়ক। তিনি দীর্ঘদিন তৃণমূল নিস্ক্রিয় থাকার পর বিজেপিতে যোগ দিয়ে সম্প্রতি সক্রিয় হয়েছেন। তাঁর কেন্দ্রে এতদিন তৃণমূলের রত্নাই দায়দায়িত্ব পালন করেছেন। বিধায়ক হিসেবে যখন নিষ্ক্রিয় ছিলেন শোভন, তখন ঢাল হয়ে স্বামীর ফেলে যাওয়া কাজ তিনি করে গিয়েছেন। তাই তাঁকেই এবার তৃণমূল প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে।

রত্না তৃণমূল প্রার্থী, জল্পনায় শোভনের নামও

রত্না তৃণমূল প্রার্থী, জল্পনায় শোভনের নামও

মমতা বন্দ্যোপাধ্যায় রত্নাকেই দায়িত্ব দিয়েছিলেন বেহালা পূর্বের। কো-অর্ডিনেটর হিসেবে তাঁর দায়িত্ব পালন করার পর এবার এই কেন্দ্রে প্রার্থী করা হচ্ছে রত্নাকে। বেহালা পূর্ব থেকে তাঁর লড়াই এবার তাৎপর্যপূর্ণ। কারণ এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী হিসেবে রত্না পেতে পারেন তাঁর স্বামীকেই। আর তা যদি হল, সেটা হবে অভিনব ব্যাপার।

স্বামীর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন রত্না

স্বামীর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন রত্না

বেহালা পূর্বের বিধায়ক শোভনের কেন্দ্র এতদিন দেখভাল করে এসেছেন রত্নাই। রত্নাকে ওই কেন্দ্র প্রার্থী হওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছিল। রত্নাও কোমর বেঁধে এই কেন্দ্র থেকে লড়াইয়ে নামতে প্রস্তুতি নিচ্ছেন। পরিকল্পনামতোই রত্না স্বামীর কেন্দ্রের প্রার্থী হলেন তৃণমূলের। শোভন বিজেপিতে সক্রিয় হওয়ার পর এভাবেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে তৃণমূল।

রত্নাকে খাটো করতে চায়নি তৃণমূল কংগ্রেস

রত্নাকে খাটো করতে চায়নি তৃণমূল কংগ্রেস

রত্না শুধু বিধায়ক হিসেবে শোভনের ছেড়ে যাওয়া দায়িত্ব সামলাচ্ছেন তা নয়, তিনি ১৩১ নম্বর ওয়ার্ডেরও দেখভাল করেন তিনি। পুর পরিষেবা দেওয়ার বিষয়টিও সাফল্যের সঙ্গে সামলান রত্না। শোভন মাঝে তৃণমূলে ফেরার জন্য রত্নাকে সমস্ত দায়িত্ব থেকে সরানোর বায়না করেন বলেও খবরে প্রকাশ। কিন্তু শোভনের এই দাবি মানেনি তৃণমূল। রত্নাকে তারা খাটো করতে চায়নি।

রত্না এগিয়ে গেলেন প্রার্থী হওয়া দৌড়ে

রত্না এগিয়ে গেলেন প্রার্থী হওয়া দৌড়ে

শোভনের অনুপস্থিতিতে বেহালা পূর্বে তৃণমূলের প্রার্থী হওয়ার দৌড়ে অনেক নামের ভিড় ছিল। প্রাক্তন মেয়র পারিষদ সদস্য তারক সিং থেকে শুরু করে অভিজিৎ মুখোপাধ্যায়, কলকাতা পুরসভার মুখ্য সচেতক রত্না শূর, অভিনেতা সোহম চক্রবর্তীর নামও শোনা গিয়েছিল। কিন্তু শোভন চট্টোপাধ্যায় ইস্যুতে রত্নাই এগিয়ে গেলেন প্রার্থী হওয়া দৌড়ে। এবং তাঁর নামই প্রার্থী হিসেবে ঘোষণা করা হল শেষপর্যন্ত।

তৃণমূলের তালিকায় প্রাধান্য পেলেন কারা, বিজেপিকে ঘায়েল করতে দুই 'অস্ত্র’ প্রয়োগ মমতারতৃণমূলের তালিকায় প্রাধান্য পেলেন কারা, বিজেপিকে ঘায়েল করতে দুই 'অস্ত্র’ প্রয়োগ মমতার

English summary
Ratna Chatterjee becomes candidate of Sovan Chatterjee’s seat in West Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X