For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেশনের দুর্নীতির ছবি ক্যামেরা বন্দী করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক

রেশনের দুর্নীতির ছবি ক্যামেরা বন্দী করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

রেশনের দুর্নীতির ছবি ক্যামেরা বন্দী করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক।শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাঁচড়া পঞ্চায়েতের চৌবেড়িয়া এলাকায়।এই ঘটনার জেরে এদিন চৌবেড়িয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রেশনের দুর্নীতির ছবি ক্যামেরা বন্দী করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক

খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । চাল কম দেবার ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন ওখাদ্য দপ্তর। জানা গিয়েছে, গোটা রাজ্যে শুক্রবার থেকে শুরু হয়েছে উপভোক্তাদের বিনা মূল্যে ৫ কেজি করে চাল দেওয়া ।

সেই চাল সংগ্রহ করতে এদিন সকাল থেকে চৌবেড়িয়ার বাসিন্দারা স্থানীয় সুবির নন্দির রেশন দোকানে হাজির হন।সুবির নন্দি আবার জামালপুর ব্লক এমআর ডিলার অ্যাসেসিয়েশনের সম্পাদক। তাঁর রেশন দোকানের এফ,পি,এস নম্বর ১৩৩৫০৫২০০০২৭।

এদিন রেশন দোকান থেকে উপভোক্তাদের যে চাল দেওয়া হয় তা তাঁরা অন্যত্র ওজন করে দেখেন তাঁদের চাল ওজনে কম দেওয়া হয়েছে। যে পরিবারের উপভোক্তাদের ৩৫ কেজি চাল পাওনা তাদের কাউকে ৩০০ গ্রাম। আবার কাউকে কাউকে ১৭০ গ্রাম থেকে ২০০ গ্রাম পর্যন্ত ওজনে কম দিয়েছে রেশন ডিলার সুবির নন্দি বলে অভিযোগ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এমন কারচুপি সামনে আসার পরেই প্রতারিত উপভোক্তাদের কয়েকজন জামালপুরের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রতিনিধি পার্থ বন্দ্যোপাধ্যায় কে জানায় । দ্রুত ওই রেশন দোকানে পৌছে গিয়ে সাংবাদিক পার্থ চাল ওজনে কম দেবার ঘটনার সবিস্তার ক্যামেরা বন্দি করে । কারচুপি ধরা পড়েযাবার পরেই রেশন দোকানদার সুবির নন্দি ও তাঁর ভাই মনে নন্দি তাঁদের পেটুয়া লোকজনকে নিয়ে সাংবাদিক পার্থর উপর চড়াও হয় ।

তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করে তাঁর মোবাইল ও প্রেসকার্ড কেড়ে নেয়।এমনকি চাল ওজনে কমদেবার সমস্ত ভিডিও ডিলিট করে দেবার জন্য তারা পার্থর উপর চাপ সৃষ্টি করতে শুরু ।এই খবর পেয়ে অন্য সাংবাদিক ও পুলিশ ঘটনাস্থলে পৌছালে রেশন ডিলার ও তার দলবল পিছু হাটে । পরে চাল ওজনে কম দেবার কথা নিজের মুখে স্বীকার করেনেন ডিলার সুবির নন্দির ভাই মনে নন্দি ।

English summary
Ration corruption in West bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X