For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ডিএনএ-তে রয়েছে অপরাধ, বিস্ফোরক রাসবিহারীর বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক সুব্রত সাহা

তৃণমূলের ডিএনএ-তে ঢুকে গিয়েছে অপরাধীকরণ, প্রচারে বিস্ফোরক রাসবিহারীর বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক

  • |
Google Oneindia Bengali News

রাজনীতির অপরাধীকরণ করেছেন তৃণমূল কংগ্রেস (trinamool congress) । সাধারণ মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তারা। এমনটাই অভিযোগ করলেন রাসবিহারী কেন্দ্রের বিজেপি (bjp) প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ( Lt Gen retd) সুব্রত সাহা (subrata saha)। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেছেন, এইভাবেই তারা বিজেপিকে ভোট দেওয়ার পথে বাধা তৈরি করছে।

নিরাপত্তা বাহিনীকে নিশানা তৃণমূলের

নিরাপত্তা বাহিনীকে নিশানা তৃণমূলের

বাম আমলে যে কেন্দ্রীয় বাহিনীর জন্য দাবি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেদের শাসনে সেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই আপত্তি তৃণমূলের। কেন্দ্রীয় বাহিনীর কাজ নিয়েই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনও সময় তিনি তৃণমূলের সভা থেকে বলেছেন, কেন্দ্রীয় বাহিনী কোনও অসুবিধা তৈরি করলেই তাদেরকে ঘেরাও করুন। আর শীতলকুচির ঘটনায় ফাঁস হওয়া অডিওতে জেলার এসপি এবং আইসিকেও ফাঁসানোর কথা বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও সেই অডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

প্রাক্তন সেনা কর্তার প্রতিক্রিয়া

প্রাক্তন সেনা কর্তার প্রতিক্রিয়া

কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত লেফট্যান্যান্ট জেনারেল তথা রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত সাহা। তিনি বলেছেন, এই মন্তব্য নিন্দনীয়। এব্যাপারে তিনি নিজের কাজের কথা উল্লেখ করেছেন। বলেছেন, ২০১৪ সালে তিনি কাশ্মীরে কর্পস কমান্ডার ছিলেন। সেই সময় কাশ্মীরে শেষবারের নির্বাচন হয়েছিল। কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। আর ভোটদানের হার ছিল ৮০ শতাংশের মতো। প্রসঙ্গত সুব্রত সাহা সেই সময় শ্রীনগরে থাকা XV কর্পসের কমান্ডার ছিলেন তিনি। অবসরপ্রাপ্ত লেফট্যান্যান্ট জেনারেল বলেছেন, সেই সময় সুষ্ঠুভাবে কাজ হয়েছিল, কেননা নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনী পুরোপুরি পেশাগতভাবে কাজ করেছিল।

তৃণমূল সুষ্ঠু নির্বাচন চায় না

তৃণমূল সুষ্ঠু নির্বাচন চায় না

অবসরপ্রাপ্ত লেফট্যান্যান্ট জেনারেল তথা রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত সাহা বলেছেন, অনেকেই সুষ্ঠু নির্বাচন চান না। সেই দলে রয়েছে তৃণমূলও। তৃণমূল রাজনীতির অপরাধীকরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। তারা জনসাধারণের মধ্যে ভয়ে পরিবেশ তৈরি করতে চায়। তারা বিজেপিকে ভোটে দানে বাধা তৈরি করছে বলেও অভিযোগ করেছেন সুব্রত সাহা। তৃণমূলের প্রতিদিনের কাজের সঙ্গে অপরাধ জড়িয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তাদের ডিএনএতেও ঢুকে গিয়েছে এই অপরাধীকরণ।

 রাসবিহারীতে কড়া লড়াই

রাসবিহারীতে কড়া লড়াই

আরএসএস-এর সঙ্গে কোনও সংযোগ নেই। অবসরের পরে কোনও রাজনৈতিক দলে যোগ না দিলেও, ভোটের মুখে সুব্রত সাহার বিজেপিতে যোগদান অনেককে অবাক করেছিল। সেই সুব্রত সাহাই এবার রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের দেবাশিস কুমারের সঙ্গে লড়াই করছেন। তবে রাসবিহারী এলাকায় অনেক বয়স্ক পুরুষ-মহিলা তৃণমূলের গুণ্ডাবাহিনীর মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন সুব্রত সাহা। কেননা ওইসব পরিবারের সন্তানরা কেউ পড়াশোনা কিংবা চাকরির সূত্রে বাইরে রয়েছেন। এইসব মানুষরাই এবার বিজেপির জয় চাইছেন বলে দাবি করেছেন তিনি।

পরিযায়ীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিক কেন্দ্র, সঙ্কটকালীন পরামর্শ দিয়েও সদিচ্ছা নিয়ে খোঁচা রাহুলের পরিযায়ীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিক কেন্দ্র, সঙ্কটকালীন পরামর্শ দিয়েও সদিচ্ছা নিয়ে খোঁচা রাহুলের

English summary
Rashbihari BJP candidate Lt Gen retd Subrata Saha targets TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X