For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ ঘন্টা ধরে মত্ত হাতির তাণ্ডব শিলিগুড়িতে, ক্ষতিগ্রস্ত শতাধিক ঘর-বাড়ি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বৈকুন্ঠপুর, ১০ ফেব্রুয়ারি : দলছুট হাতির দাপটে প্রায় আটঘন্টা নাভিশ্বাস ওঠার জোগার শিলিগুড়ির বাসিন্দাদের। শহর এলাকায় ঢুকে দিনভর তাণ্ডব চালাল এক মত্ত হাতি। প্রায় ৮ ঘন্টা পর বনকর্মীদের চেষ্টায় বাগে আনা সম্ভব হয় হাতিটিকে। তবে এই ঘটনায় প্রায় শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও খবর নেই।

বুধবার ভোররাতে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডে ঢুকে পড়ে দলছুট একটি হাতি। স্থানীয় লোকজন হাতিটিকে ধরতে গেলে হাতিটি আরও ক্ষিপ্ত হয়ে হিংস্র হয়ে ওঠে। এবং একের পর এক বাড়ি ভাঙতে শুরু করে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে হাতিটিকে কিছুতেই বাগা আনা যাচ্ছিল না। এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৮ ঘন্টা ধরে মত্ত হাতির তাণ্ডব শিলিগুড়িতে, ক্ষতিগ্রস্ত শতাধিক ঘর-বাড়ি

এরপর বন দফতরে খহর দেওয়া হলে বনকর্মীরা এসে পর পর তিন খানি ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে শেষমেষ বাগে আনা হয় মত্ত হাতিটিকে। আপাতত প্রাথমিক লক্ষ্য হাতিটিকে বৈকুন্ঠপুরের বনে ফেরানো।

দাঁতাল হাতিটি এদিন ভোরে জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া একটি গ্রামে ঢুকে পড়ে। সেখান থেকে স্থানীয় লোকজনের তাড়া খেয়ে পরে শহর অঞ্চলে ঢুকে পড়ে। স্থানীয় লোকজন হাতিটিকে তাড়ানোর জন্য এবং আতঙ্কের জেরে টিন, পাথর, ইঁট দিয়ে হাতিটিকে আক্রমণ করে। তার জেরে পূর্ণবয়স্ক হাতিটি গুরুতর জখম হয়েছে বলে বনদফতরের কর্মীরা জানিয়েছেন।

প্রাথমিক চিকিৎসার পর হাতিটিকে বনে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। তবে সমস্যা হল, হাতিটি যে অঞ্চলে এই মুবূর্তে রয়েছে তা যথেষ্ট ঘিঞ্জি এলাকা। সংজ্ঞাহীন থাকায় এই অবস্থায় হাতিটিকে এলাকা থেকে বের করে আনা কষ্টসাধ্য হবে বলেই মনে করছেন বনদফতরের কর্মীরা।

English summary
Rampaging elephant damages buildings in Siliguri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X