ছেলেকে বাঁচাতে গিয়ে হাতির হানায় মৃত্যু বাবার
পশ্চিম মেদিনীপুর, ২৪ নভেম্বর : ছেলেকে বাঁচাতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল বাবার। তিনটি হাতি মিলে আছড়ে মারল প্রৌঢ়কে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের লালগড়ের দুবরাজপুর। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম শান্তি দুলে (৫৪)। তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন বাদল সোরেন (৫২) নামে এক ব্যক্তি।
কদিন ধরে তিনটে হাতির পাল গ্রামে ঢুকে যায় অত্যাচার চালাচ্ছে। ক্ষতি হচ্ছে ঘর-বাড়ি-শস্যের। সেই হাতি তাড়াতে গ্রামের মানুষের সঙ্গে বেরিয়ে পড়ে ঝন্টু দুলে (১৩) নামের এক বালক। ছেলের খোঁজে বাবা শান্তি দুলেও বেরিয়ে যান। ছেলে ফিরে এলেও, বাবা শান্তি দুলে আর বাড়ি ফিরলেন না। তাঁর রক্তাক্তে দেহ ফিরল বাড়িতে। হাতির সামনে পড়ে প্রাণ দিতে হল তাঁকে। তাঁর দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

কয়েকদিন আগে ২০-২৫ টি হাতির পাল এলাকাজুড়ে ফসলের ক্ষতি করেছে। বনদফতর হাতির পালটিকে তাড়িয়ে দিলেও তিনটি হাতি এলাকায় রয়ে যায়৷ তারাই এলাকা দাপিয়ে বেড়াচ্ছিল। বনদফতরের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে মৃতের পরিবারকে।