
মালদহে এনআরসি-র বিরোধিতা করে সভা গৌতম দেবের
বৃহস্পতিবার মালদায় প্রকাশ্য সভায় এসে এনআরসি বিরোধিতার কথা বলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌতম দেব মোদি সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দিল্লিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধানবিরোধী যে আইনি তৈরি করুক না কেন রুখে দেবে বাংলার মানুষ। উত্তর পূর্ব ভারতে অগ্নিগর্ভ হয়ে উঠতে শুরু করেছে। অন্যান্য যেসব রাজ্যে এনআরসির বিষয়ে বিজেপি জোর করলে তা ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে। এজন্য দায়ী হবে মোদি সরকার। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবেন জীবন থাকতে এনআরসির হতে দেব না।

এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এনআরসি বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন তৃণমূল জেলা নেতৃত্ব । মন্ত্রী গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি মৌসম নুর, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল, প্রাক্তন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী, সাবিত্রী মিত্র, বিধায়ক নিহার ঘোষ, সমর মুখার্জি, সাবিনা ইয়াসমিন ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলররা। ডিসেম্বর থেকেই মালদা জেলায় বিভিন্ন ব্লকে এনআরসি'র বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে তৃণমূল নেতৃত্বরা।
জেলায় জেলায় শুরু হয় হয়ে গেছে বিক্ষোভ মিছিল। এদিন জেলা তৃণমূল নেতৃত্বের উদ্যোগেই প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনিক ভবনের সামনে। এদিন এনআরসি বিরোধিতায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী গৌতম দেব বলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনআরসি হতে দেবে না। দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা জেরে বিজেপি সংবিধানবিরোধী যে আইনে তৈরি করতে চলেছে তা বাংলার মানুষ রুখে দেবে। এনআরসি নিয়ে অসমে অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে অসম সংলগ্ন পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জেলায় যাতে কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য ১৪ ডিসেম্বর ওই দুই জেলায় যবেন মন্ত্রী।
তিনি সেখানকার মানুষদের সাথে কথা বলবো এবং তাদের সমস্যার কথা শুনব। এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৌসুম নূর বলেন, আমরা ৯ ডিসেম্বর থেকে এনআরসি বিরোধী কর্মসূচি জেলাজুড়ে শুরু করেছি। এর আগেও মালদা, কালিয়াচক, মানিকচক, গাজোল সহ বিভিন্ন ব্লকে একইভাবে বাইক রেলি, মিছিল এবং প্রকাশ্য সভা করা হয়েছে। এনআরসি সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন মৌসুম নূর।