For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর বিরুদ্ধে লড়তেই তৃণমূল প্রার্থী, ফেসবুক পোস্টে বিস্ফোরক প্রসার ভারতীর প্রাক্তন সিইও

প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকারকে রাজ্যসভার প্রার্থী মনোনীত করে চমক দিয়েছে তৃণমূল। তারপর নিজের ফেসবুক পেজে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

Google Oneindia Bengali News

প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকারকে রাজ্যসভার প্রার্থী মনোনীত করে চমক দিয়েছে তৃণমূল। তারপর নিজের ফেসবুক পেজে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতেই তিনি রাজ্যসভায় মমতা বন্যোেনপাধ্যায়ের প্রার্থী হয়েছেন।

মোদীর বিরুদ্ধে লড়তেই তৃণমূল প্রার্থী, ফেসবুকে বিস্ফোরক জহর

প্রধানমন্ত্রী বিভিন্ন নীতির বিরোধিতা করে জহর সরকার মেয়াদ ফুরনোর আগেই প্রসার ভারতীর অধিকর্তার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সংসদের বাইরে থেকে প্রতিবাদটা শুরু হয়েছিল অনেক আগেই। এবার প্রতিবাদ সংসদের ভিতরে। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রার্থী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন।

রাজ্যসভার মনোনীত প্রার্থী জহর সরকার লিখেছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় আরও দুটি রাজনৈতিক দলের বিধায়ক রয়েছেন। বিজেপি ও আইএসএফ- এই দুটি দল আমাকে পছন্দ করে না। উল্লেখ্য ২০১৬-র নভেম্বরে প্রসার ভারতীর অধিকর্তার পদ থেকে ইস্তফা দেন জহর সরকার।

শনিবারের পোস্টে জহর লিখেছেন- নরেন্দ্র মোদীর একনায়কতন্ত্র, হিন্দুত্ব ও দেশজুড়ে অর্থনৈতিক অব্যবস্থার কারণেই আমি ৫ বছর আগে মেয়াদ না ফুরোলেও প্রসারভারতীর অধিকর্তার পদ থেকে ইস্তফা দিই। এরপর থেকেই আমি এনডিএ সরকারের বিরুদ্ধে প্রচার অনেক বেশি ধারালো করেছি।

প্রসার ভারতীয় প্রাক্তন অধিকর্তা আরও লিখেছেন, যেভাবে মানুষের অধিকারকে দমন করা হচ্ছে, যেভাবে সাম্প্রদায়িক জিগির তোলা হচ্ছে, এ সবের বিরুদ্ধে লড়াই চালাব। দেশের অর্থনীতি, বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও করোনার মতো বিষয়গুলি নিয়ে মোদীর সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে তাঁর।

English summary
Rajya Sabha’s TMC candidate Jahar Sircar says he wants to fight against PM Narendra Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X