For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গ বিজেপিতে বিদ্রোহ! মুকুলের রেখে যাওয়া পদে স্বপনকে ফিরিয়ে ফের লড়াইয়ের ময়দানে নামতে চান শাহ-মোদীরা

বঙ্গ বিজেপিতে বিদ্রোহ! মুকুলের রেখে যাওয়া পদে স্বপনকে ফিরিয়ে ফের লড়াইয়ের ময়দানে নামতে চান শাহ-মোদীরা

  • |
Google Oneindia Bengali News

বঙ্গ বিজেপিতে বিদ্রোহ। ভোটের ফলাফল প্রকাশ হতেই কার্যত দলের কঙ্কালসার চেহারা প্রকাশ্যে চলে এসেছে। বিশষ করে মুকুল রায় দল ছাড়তেই আরও স্পষ্ট হয়েছে বিদ্রোহের ছবিটা। রাজ্য নেতৃত্ব তো বটেই কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাধিক বিজেপি নেতা। যা নিয়ে দলের মধ্যে গোষ্ঠী দন্দ কার্যত প্রকাশ্যে চলে এসেছে। দলের একটা বৃহৎ অংশ চাইছে দিলীপ ঘোষের অপসারণ। যার আঁচ পেয়েছেন দিল্লির নেতারা। এই অবস্থায় সংগঠনকে ঢেলে সাজাতে চলেছেন মোদী-শাহরা।

 সাংগঠনিক দায়িত্বে বড় দায়িত্ব পেতে পারেন স্বপন দাশগুপ্ত

সাংগঠনিক দায়িত্বে বড় দায়িত্ব পেতে পারেন স্বপন দাশগুপ্ত

বাংলার বিধানসভা ভোটে এবার একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে অনেকটাই নেতৃত্ব দিয়েছেন স্বপন দাশগুপ্ত। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে পালস বোঝার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, বিজেপির বহু নেতা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে দিল্লি থেকে নেতারা যেভাবে বাংলায় হিন্দীতে কথা বলছেন তা গ্রহণযোগ্য হচ্ছে না। বাংলার মানুষ সে ভাষা বুঝতে পারছে না। এই অবস্থায় একজন বাঙালি মুখকে কেন্দ্রীয় স্তরে নিয়ে আসতে চাইছেন দিল্লির কেন্দ্রীয় নেতারা। আর সেখানে স্বপন দাশগুপ্তের নাম উঠে আসছে।

মুকুলের পদ ফাঁকা

মুকুলের পদ ফাঁকা

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন মুকুল রায়। কিন্তু এখন তিনি তৃণমূলে। পদ টা ফাঁকা অবস্থায় রয়েছে। সূত্রে খবর, সর্বভারতীয় সহ-সভাপতি পদে একজন বাঙালি ব্যাক্তিকেই বসাতে চাইছেন দিল্লির নেতারা। আর সেখানে স্বপন দাশগুপ্তের মতো নেতাকেই অনেক পছন্দের। কারণ ভোটে যেহেতু মাঠে নেমে কাজ করেছেণ তাই অনেকটাই চেনা তাঁর। বাংলার মানুষের পালস তিনি বোঝেন। আর সেই কারণে তাঁকেই সাংগঠনিক দায়িত্বে আনতে চান দিল্লির নেতারা।

সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় রদবদলের সম্ভাবনা

সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় রদবদলের সম্ভাবনা

অন্যদিকে ভোটের পর সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় রদবদলের পথে বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই দিলীপ ঘোষের পরিবর্ত মুখের দাবি তুলেছেন বঙ্গ-বিজেপির একাংশ। একাধিক নাম উঠে আসছে। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী এবং লকেট চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে। একাধিক জেলা সভাপতিকেও বদল করা হতে পারে বলে খবর। আর সেই সময়েই সাংগঠনিক ক্ষেত্রে স্বপন দাশগুপ্তকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। তবে সবদিক ভেবেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

বাংলার নির্বাচনে লড়েছেন স্বপন দাশগুপ্ত

বাংলার নির্বাচনে লড়েছেন স্বপন দাশগুপ্ত

বাংলায় ২১ এর নির্বাচনে লড়েছেন স্বপন দাশগুপ্ত। মুকুল রায়ের সঙ্গে কাধ কাঁধ মিলিয়ে বাংলায় বিজেপিকে আনার চেষ্টা করেছেন। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারকেশ্বর আসন থেকে লড়াই করেছেণ। শুধু তাই নয়, একাধিক বিধানসভা আসনেও গিয়েছেন। প্রচার করেছেণ। কিন্তু সাফল্য আসেনি। মুকুল রায়ও দলবদল করেছে। বিদ্রোহের শুরু হয়েছে দলের মধ্যে। এই অবস্থায় বাঙালি নেতাকে সামনে রেখেই ফের লড়াইয়ের ময়দানে নামতে চাইছে দিল্লির নেতারা।

English summary
rajya sabha mp swapan dasgupta may big responsibility in bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X