For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অরূপ সভাপতির পদ থেকে সরতেই রাজীব 'বদলা' নিলেন! নয়া সিদ্ধান্তে হাওড়ায় জল্পনার পারদ চড়ল

অরূপ সভাপতির পদ থেকে সরতেই রাজীবের বদলা! নয়া সিদ্ধান্তে জল্পনার পারদ চড়ল

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসে শুদ্ধিকরণ দুই মন্ত্রীকে সম্মুখ সমরে দাঁড় করিয়ে দিয়েছিল। তারপর মমতার সাংগঠনিক রদবদলের পর প্রাক্তন সভাপতির গড়া কমিটি ভেঙে দিয়ে নিজের বৃত্ত সম্পূর্ণ করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সভাপতি পদ থেকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করার পরই তিনি কর্তৃত্ব নিজের হাতে নিলেন একপ্রকার।

দলের শুদ্ধিকরণ নিয়ে সম্মুখ সমর

দলের শুদ্ধিকরণ নিয়ে সম্মুখ সমর

দলের শুদ্ধিকরণ প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন অনেক রাঘববোয়াল রয়েছে দলে, অথচ চুনোপঁটিদের শাস্তি দেওয়া হচ্ছে। তাঁর এই মন্তব্য নিয়ে কম জল ঘোলা হয়নি। এরপর মমতার অঙ্গুলিহেলনে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন লক্ষ্ণীরতন শুক্লা। রাজীব বন্দ্যোপাধ্যায় হন কো-অর্ডিনেটর।

রদবদলের পর প্রথম জেলা কমিটির বৈঠক

রদবদলের পর প্রথম জেলা কমিটির বৈঠক

তারপর জেলা সভাপতি লক্ষ্ণীরতন শুক্লার ডাকে প্রথম জেলা কমিটির বৈঠক হয়। তবে বিদায়ী সভাপতি অরূপ রায় এই বৈঠকে ছিলেন না। নতুন সভাপতি লক্ষ্ণীরতন শুক্লা ও কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশাখী ডালমিয়া, গুলশন মল্লিক, ব্রজমোহন মজুমদার।

কেন এলেন না, জল্পনায় অরূপ রায়

কেন এলেন না, জল্পনায় অরূপ রায়

অরূপ রায় বিদায়ী সভাপতি হলেও তিনি জেলার চেযারম্যান। তা সত্ত্বেও তিনি কেন এলেন না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর তিনি না আসায় জেলায় ফাটল তীব্র হয়েছে আরও। একথা অনস্বীকার্য যে এখনও পুরো জেলায় অরূপ রায়ই অভিভাবক। তিনি শুধু হাওড়া সদরের সভাপতি হলেও গ্রামীণ জেলারও তৃণমূলের অভিভাবক তিনি।

তৃণমূলের জেলা কমিটি ভেঙে দেওয়া হল

তৃণমূলের জেলা কমিটি ভেঙে দেওয়া হল

এই অবস্থায় অরূপ রায়ের অনুপস্থিতিতে তৃণমূলের জেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জেলা ও ব্লক কমিটি পুনর্গঠন করা হবে। তারপরই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হবে। এদিন সেই লক্ষ্যে জেলা ও ব্লকস্তরে হোয়াটস অ্যাপ গ্রপও তৈরি করার কাজ চলছে। একই সঙ্গে তৃণমূলের জেলা অফিসও বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন, সোশ্যাল মিডিয়া কী লিখলেন টেলি সেলেবরা দেখে নিনঅযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন, সোশ্যাল মিডিয়া কী লিখলেন টেলি সেলেবরা দেখে নিন

English summary
Rajib Banerjee takes revenge to break district committee after Arup Roy’s removal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X