For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ‘রাঘববোয়াল’দের বিচার চান মন্ত্রী রাজীব! একুশে ভোটের মুখে বাড়ছে বিতর্ক

ঠগ বাছতে গিয়ে তৃণমূল পড়েছে গভীর সংকটে। তৃণমূলে রাঘববোয়ালদের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। খোদ মন্ত্রীই তৃণমূলে রাঘববোয়াল তত্ত্ব সামনে এনেছেন।

Google Oneindia Bengali News

ঠগ বাছতে গিয়ে তৃণমূল পড়েছে গভীর সংকটে। তৃণমূলে রাঘববোয়ালদের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। খোদ মন্ত্রীই তৃণমূলে রাঘববোয়াল তত্ত্ব সামনে এনেছেন। হাওড়া তৃণমূলে দুই মন্ত্রীর দ্বন্দ্ব সামনে আসতেই এক মন্ত্রী রাঘববোয়ালদের বিচার চেয়েছেন। তিনি সাফ জানিয়েছেন চুনোপুঁটিদের ধরে কোনও লাভ নেই।

তৃণমূলে বিভাজন রেখা স্পষ্ট

তৃণমূলে বিভাজন রেখা স্পষ্ট

শুদ্ধিকরণ নিয়ে তরজা সাংঘাতিক রূপ নিয়েছে তৃণমূলে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূলে দুর্নীতির বাসায় ঢিল পড়েছে। বিধানসভা নির্বাচনের আগে স্বচ্ছতার জার্সি পড়তে গিয়ে নতুন বিপদ উড়ে এসে জুড়ে বসেছে তৃণমূলে। দুর্নীতির ফাঁদ কেটে বেরোতে গিয়ে তৃণমূলে বিভাজন রেখা স্পষ্ট হয়ে উঠছে বারবার।

শুদ্ধিকরণের বলি চুনোপুঁটি নেতারা

শুদ্ধিকরণের বলি চুনোপুঁটি নেতারা

জেলার বেশ কিছু পদাধিকারীকে দল থেকে সাসপেন্ড করার পর মন্ত্রী তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় সমালোচনা মুখর হয়ে ওঠেন অরূপ রায়ের বিরুদ্ধে। রাজীব বলেন, দলে শুদ্ধিকরণের নামে রাঘববোয়াল, রুই-কাতলাদের ছেড়ে চুনোপুঁটি নেতাদের দুর্নীতি বের করা হচ্ছে।

হেভিওয়েট নেতারা শুদ্ধিকরণের বাইরে

হেভিওয়েট নেতারা শুদ্ধিকরণের বাইরে

রাজীবের কথায়, হেভিওয়েট নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও ছাড়া পেয়ে যাচ্ছেন বেমালুম। কিন্তু চুনোপুঁটিরা দল থেকে বিতাড়িত হচ্ছেন। রাজীবের এই মন্তব্যকে দল বিরোধী বলে দাবি করেছে তৃণমূলের একাংশ। কেননা দল এখন শুদ্ধিকরণের রাস্তায় হাঁটছে। আর তার সমালোচনা করছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজীবকে পাল্টা অরূপের

রাজীবকে পাল্টা অরূপের

রাজীবের সমালোচনার পরিপ্রেক্ষিতে অরূপ রায় বলেন, রাজীবের কোনও ভিন্নমত থাকতেই পারে। সেটা প্রকাশ্যে বলা ঠিক হয়নি। হাওড়া জেলার পর্যবেক্ষক ফিরহাদ হাকিমও বলেন, রাজীব দলের গুরুত্বপূর্ণ নেতা। ওর যদি কোনও মত থাকে দলের সামনেই বলা উচিত। কিছু বলার থাকলে আমাকে বলতে পারত। দলকে বলতে পারত। কিন্তু সংবাদমাধ্যমের সামনে বলে ঠিক করেনি।

রাঘববোয়ালরা বহাল তবিয়তে, বলছেন দিলীপ

রাঘববোয়ালরা বহাল তবিয়তে, বলছেন দিলীপ

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও খোঁচা দিয়েছেন তৃণমূলের এই শুদ্ধিকরণ প্রক্রিয়া নিয়ে। তিনি বলেন, তৃণমূলই তো স্পষ্ট করে দিচ্ছে দলে দুর্নীতির সীমা-পরিসীমা নেই। দলেই অনেক রাঘববোয়াল আছে। এখন সব চুনোপুঁটিদের ধরা হচ্ছে। রাঘববোয়ালরা বহাল তবিয়তে রাজ চালিয়ে যাচ্ছেন।

English summary
Rajib Banerjee says there have many corrupted leaders in Trinamool Congress who are heavyweight. Rajib Banerjee criticizes Arup Roy on corruption issue in TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X