For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনগাঁয় মমতার গলার কাঁটা হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ভেঙে চৌচির হবে তৃণমূল!

Google Oneindia Bengali News

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল বনগাঁর গোপালনগরে। সেই জনসভার আগেই উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের বিভিন্ন জায়গায় চোখে পড়ল রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমো বনগাঁ আসার আগেই ঠাকুরনগরের একাধিক জায়গায় পড়ল তৃণমূল নেতা তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ পোস্টার, ব্যানার৷

ঠাকুরনগরের বিভিন্ন স্থানে দেখা যায় রাজীবের পোস্টার

ঠাকুরনগরের বিভিন্ন স্থানে দেখা যায় রাজীবের পোস্টার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার বহু আগে থেকেই ঠাকুরনগরের বিভিন্ন স্থানে দেখা যায় রাজীবের পোস্টার। আজ সকালে ঠাকুরনগর স্টেশন সংলগ্ন রেল পার্কিংয়েও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ দু'টি ব্যানার দেখতে পাওয়া যায়। এছাড়া ঠাকুরনগর বাজার, সবেদা তলা, চিকনপাড়া এলাকাতেও একাধিক পোস্টার দেখা যায়।

রাজীব অনুগামী কারা?

রাজীব অনুগামী কারা?

তবে কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়েছেন, তা স্পষ্ট নয়৷ তবে গত বেশ কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারীর অনুগামীদের ভঙ্গিতে আত্মপ্রকাশ করেছে রাজীবের অনুগামীরা। এই বিষয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ও কোনও কথা বলছেন না। শেষবার যখন তিনি মুখ খুলেছিলেন, সেখান থেকেই জল্পনার সূত্রপাত হয়। একান্ত ভাবে বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এরপর তাঁর থেকে আরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মুখ্যমন্ত্রীর সভার দিন রাজীবের পোস্টার

মুখ্যমন্ত্রীর সভার দিন রাজীবের পোস্টার

এদিন বনগাঁর হরিপদ ইনস্টিটিউটের মাঠে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জোর নিরাপত্তার ঘেরাটোপ ছিল। বনগাঁ-চাকদা সড়কের গোপালনগরের বাজারের দু'পাশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট সাজানো হয় এদিনের সভাকে মাথায় রেখে। তবে মেদিনীপুরের সভার দিন সকালে যেভাবে তমলুক জুড়ে শুভেন্দুর পোস্টার নজরে পড়ে। সেই একই ভঙ্গিতে এদিন হঠাৎই সকাল থেকে দেখা যায় রাজীবের পোস্টার।

তৃণমূলকে মানুষের মনে পৌঁছে দিতে পারবেন মমতা?

তৃণমূলকে মানুষের মনে পৌঁছে দিতে পারবেন মমতা?

এদিকে গত মাসের ২৭ তারিখে এই হরিপদ ইনস্টিটিউটের মাঠেই সভা করে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেই সভার ঠিক ১২ দিনের মাথায় পাল্টা সভা তৃণমূল নেত্রীর৷ গত লোকসভা নির্বাচনের নিরিখে বনগাঁ এলাকার ৭টি বিধানসভা নির্বাচনী আসনের মধ্যে ৬টিতেই পিছিয়ে তৃণমূল। সেই জনমত নিজের দিকে ফেরাতেই আজকের এই সভা ছিল। যদিও সেই সভার আগেই মমতার গলার কাঁটা হয়ে দাঁড়ালেন হাওড়ার নেতা রাজীব।

English summary
Rajib Banerjee's poster seen in Bongaon's Thakurnagar as Mamata Banerjee visited Gopalnagar today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X