For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তড়িঘড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছুটলেন রাজীব! বেরনোর সময় বললেন আজ কোনও কথা নয়

দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। এদিন ৯১ বছর বয়সে বয়সজনিত কারণে প্রয়াত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। সেই খবর পেয়ে প্রথম সেখানে যান

  • |
Google Oneindia Bengali News

দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। এদিন ৯১ বছর বয়সে বয়সজনিত কারণে প্রয়াত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। সেই খবর পেয়ে প্রথম সেখানে যান তৃণমূলে (trinamool congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। তারপর একে একে যান দলের অন্য নেতারাও।

 দল ছাড়ার আগে ডিসেম্বরে একাধিক বার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে

দল ছাড়ার আগে ডিসেম্বরে একাধিক বার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে

২০২০-র ডিসেম্বর। সেই সময় চলছে তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার পালা। আজ এ যোগ দিচ্ছেন তো কাল অন্য নেতা। সেই সময় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ নিয়ে একাধিকবার বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমনে উদ্যোগও নেন। কিন্তু তাতে মন মানেনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের। জানুয়ারির শেষে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। তবে যেদিন রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়েন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে চোখের জল ফেলতেও দেখা গিয়েছিল তাঁকে।

হারার পরেই অন্য সুর

হারার পরেই অন্য সুর

এবারের বিধানসভা নির্বাচনে যেমন বিজেপি রাজ্যে সেরকম কোনও সুবিধা করতে পারেনি, অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ও ডোমজুড় থেকে বড় ভোটের ব্যবধানে পরাজিত হন। ফল বেরনোর পর বেশ কিছুদিন তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেন তিনি। ফেসবুক পোস্টে বড় ব্যবধানে জিতে আসা সরকারের সমালোচনা না করতে বিজেপিকে পরামর্শ দেন। পাশাপাশি এই মুহুর্তে যাতে বিজেপি ৩৫৬ ধারার জুজু না দেখায় তার জন্যও বলেন তিনি। এরপর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ফেরা নিয়ে জল্পনা তীব্র হয়।

কুণাল ঘোষের সঙ্গে বৈঠক

কুণাল ঘোষের সঙ্গে বৈঠক

শনিবার রাজীব বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে কুণাল কিংবা রাজীব ওই বৈঠককে চা খাওয়ার বৈঠক বললেও, যে গাড়িতে তিনি গিয়েছিলেন, তার ড্যাশ বোর্ডে লেখা মা-মাটি-মানুষ। সঙ্গে রয়েছে ঘাসফুলের প্রতীক আঁকা কাপড়। এদিন অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, কুণাল আর রাজীবও কি শুধু বুদ্ধিমান, আর তারা কি গরু-ছাগল। সমর্থকরা রাজীবের দলবদল মেনে নেবে না বলেও জানান তিনি।

আজ কোনও কথা নয়

আজ কোনও কথা নয়

দীর্ঘদিন পরে এদিন আবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে এদিন অন্য কোনও কিছুর জন্য ন, মৃত্যুর খবর পেয়ে সেখানে যাওয়া। রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাজীব ছিলেন আট মিনিটের মতো। বেরনোর সময় বলেন, আজ কোনও কথা নয়।

বিজেপি ত্যাগের তালিকায় যুক্ত হল এক জেলা পরিষদ সদস্যের নাম, মুকুল অনুগামী জানালেন 'তিক্ত অভিজ্ঞতা'র কথাবিজেপি ত্যাগের তালিকায় যুক্ত হল এক জেলা পরিষদ সদস্যের নাম, মুকুল অনুগামী জানালেন 'তিক্ত অভিজ্ঞতা'র কথা

English summary
Rajib Banerjee meets Partha Chatterjee after his mother's death on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X