For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের সুর বাঁধলেন রাজীব ! হিন্দুস্তান মেরি জানের পর জল, জঙ্গল নিয়ে গানে তারিফ সোশ্যাল মিডিয়ায়

এবার লোকগানের (song) সুর মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের(rajib banerjee) গলায়। মাস কয়েক আগেও গান বেঁধেছিলেন রাজীব। সেই সময় লাদাখে চিনা সেনার বিরুদ্ধে ভারতীয় বাহিনীর লড়াইকে কুর্নিশ জানিয়ে গান বেঁধ

  • |
Google Oneindia Bengali News

এবার লোকগানের (song) সুর মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের(rajib banerjee) গলায়। মাস কয়েক আগেও গান বেঁধেছিলেন রাজীব। সেই সময় লাদাখে চিনা সেনার বিরুদ্ধে ভারতীয় বাহিনীর লড়াইকে কুর্নিশ জানিয়ে গান বেঁধেছিলেন তিনি। গতবারের মতো এবারের গানের তারিফ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

টেক্কা দেওয়ার রাজনীতি! সিনেমা হল খোলা নিয়ে মমতাকে খোঁচা বাবুলেরটেক্কা দেওয়ার রাজনীতি! সিনেমা হল খোলা নিয়ে মমতাকে খোঁচা বাবুলের

হিন্দুস্তান মেরি জান

জুন মাসের শেষের দিকে গালওয়ানে চিনা হামলায় নিহত ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে গিয়ে গান বেঁধেছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তান মেরি জান নামে গানের ভিডিওতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, সেনার মহড়ার ক্লিপিংস ব্যবহার করা হয়েছিল। সেই গানের লিরিক ছিল হিন্দি।

এবারের গান জল, জঙ্গল নিয়ে

এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের গান জল, জঙ্গল নিয়ে। বাংলার বৈচিত্র নিয়ে। এই গানে একদিকে যেমন উত্তরবঙ্গের পাহাড় স্থান পেয়েছে, অন্যদিকে, দক্ষিণের সমুদ্রও স্থান পেয়েছে। ডুয়ার্স এবম সুন্দরবনের বন্যপ্রাণ এবং ম্যানগ্রোভও স্থান পেয়েছে এবারের গানে। মন্ত্রী এই গানে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও।

সোশ্যাল মিডিয়ায় তারিফ

সোশ্যাল মিডিয়ায় তারিফ

রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই পারফরমেন্সে দলের কর্মীরা যেমন উজ্জীবিত, ঠিক তেমনই মন্ত্রীর গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তারিফ আদায় করে নিয়েছে।

গানের প্রতি টান রাজীব বন্দ্যোপাধ্যায়ের

গানের প্রতি টান রাজীব বন্দ্যোপাধ্যায়ের

এর আগে রাজনৈতিক মঞ্চেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে খোলা গলায় গান গাইতে দেখা গিয়েছে। গায়ক হিসেবে তৃণমূলের অন্দরমহলে তাঁর নাম-ডাকও রয়েছে।

English summary
Rajib Banerjee makes an another song on West Bengal's unique biodiversity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X