For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর গড়ে ছেয়ে গেলেন ‘দাদার সাথী’ রাজীব! ফের ভাঙন-জল্পনা শুরু তৃণমূলে

শুভেন্দুর গড়ে ছেয়ে গেল রাজীবের পোস্টার! ফের ভাঙন-জল্পনা শুরু হয়ে গেল তৃণমূলে

  • |
Google Oneindia Bengali News

রাজীব ফলাও করে বলেছিলেন, শুভেন্দুবাবু বা অন্য কারও সঙ্গে আমার নাম জড়াবেন না। তিনি দলবদলের জল্পনা উড়িয়ে জানিয়েছিলেন প্রয়োজনে আবারও দলীয় বৈঠকে যোগ দেবেন। কিন্তু তারপরও বিতর্ক থামনি। মঙ্গলবার ফের তিনি বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। আর তারপর আবার তাঁর ছবি দেওয়া পোস্টারে ছেয়ে গেল মেদিনীপুর।

কোথাও দাদার সাথী, কোথাও দাদার অনুগামী!

কোথাও দাদার সাথী, কোথাও দাদার অনুগামী!

মেদিনীপুর শহরজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে কোথাও লেখা দাদার সাথী, কোথাও দাদার অনুগামী। বুধবার সকাল থেকেই গান্ধী মোড়, কেরানিতলা, এলআইসি মোড, গোলকুয়ার চক প্রভৃতি এলাকায় নজর কেড়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার, ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স। রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য এই পোস্টারে।

যাঁরা কাজ করেন তাঁরা পিছনের সারিতে, প্রশ্ন

যাঁরা কাজ করেন তাঁরা পিছনের সারিতে, প্রশ্ন

রাজীব বন্দ্যোপাধ্যায় কিছুদিন ধরেই বেসুরো বাজছেন। কলকাতায় এক অরাজনৈতিক মঞ্চ থেকে দলে স্তাবকতার প্রশ্নে তিনি সরব হন। দলে স্তাবকরাই প্রথম সারিয়ে, যাঁরা কাজ করেন তাঁরা পিছনের সারিতে বলে অভিযোগ করেন তিনি। তারপর ব্রহ্মণদের এক অনুষ্ঠানেও তিনি কলকাতা অবরুদ্ধ করার ডাক দেন। তারপরই দল তড়িঘড়ি তাঁর সঙ্গে বৈঠকে বসে।

দয়া করে শুভেন্দুবাবুর সঙ্গে আমাকে জড়াবেন না

দয়া করে শুভেন্দুবাবুর সঙ্গে আমাকে জড়াবেন না

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোরও। বৈঠকের পর রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি ফের বৈঠকে আসবেন। তৃণমূলের একজন সৈনিক হিসেবে তিনি দলের মহসচিবের জাকে বৈঠকে এসেছিলেন। এখানে ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়েছে। দয়া করে শুভেন্দুবাবুর সঙ্গে আমাকে জড়াবেন না।

তারপরও মান-অভিমান হয়, জল্পনা বাড়ালেন রাজীব

তারপরও মান-অভিমান হয়, জল্পনা বাড়ালেন রাজীব

এরপর মঙ্গলবার রাজীবের গলায় ফের উল্টো সুর শোনা যায়। তিনি বলেন, আমি একেক সময় ভাবি অনেকে অনেক কিছু হয়তো পায়। অনেকে অনেকরকমভাবে গুরুত্ব পান। তারপরও যখন সেখানে মান-অভিমান হয়, তখন বাংলার লমানুষও দেখেছেন আমাকে কীভাবে বঞ্চিত হতে হয়েছে। ডোমজুড়ের মানুষও দেখেছেন বঞ্চনা।

মেদিনীপুরে রাজীবের পোস্টার ছড়িয়ে পড়া বিশেষ তাৎপর্যপূর্ণ

মেদিনীপুরে রাজীবের পোস্টার ছড়িয়ে পড়া বিশেষ তাৎপর্যপূর্ণ

সম্প্রতি বেশ কিছুদিন ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পড়তে শুরু করে। শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁরও পোস্টার পড়েছিল রাজ্যে। এই পরিস্থিতিতে তিনি শুভেন্দুর সঙ্গে রয়েছেন বলেও রটনা শুরু হয়। সেই রটনা সমূলে উৎখাত করলেও শুভেন্দুর বিজেপিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হতেও মেদিনীপুরে রাজীবের পোস্টার ছড়িয়ে পড়া বিশেষ তাৎপর্যপূর্ণ।

শুভেন্দুর সঙ্গে বিজেপিতে মুকুল-ঘনিষ্ঠ শীলভদ্রও! একের পর এক ধাক্কায় নাজেহাল তৃণমূলশুভেন্দুর সঙ্গে বিজেপিতে মুকুল-ঘনিষ্ঠ শীলভদ্রও! একের পর এক ধাক্কায় নাজেহাল তৃণমূল

English summary
Rajib Banerjee increases speculation with Subhendu Adhikari to reveal poster in Midnapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X