For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দিলেও প্রাণে মমতা থাকবেন আজীবন! তৃণমূল ছেড়ে বোঝালেন রাজীব

বিজেপিতে যোগ দিলেও প্রাণে মমতা থাকবেন আজীবন! তৃণমূল ছেড়ে বোঝালেন রাজীব

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ছেন। আবার বুকে আগলে রাখছেন তাঁর ছবি। মাতৃসমা মমতাকে তিনি ছাড়তে পারবেন না তৃণমূল ছাড়লেও। বারবার সেই আকুতি ফুটে উঠেছে রাজীবের কথায়, রাজীবের চোখের ভাষায়। যেন মন ছাড়ছে না ছেড়ে যেতে, কিন্তু যেতে হবে! রাজীব তাই নিজের চেম্বার থেকে মমতার ছবি খুলে নিয়েই এক্র পর এক ইস্তফা দিয়ে গেলেন।

মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিরবিচ্ছিন্ন

মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিরবিচ্ছিন্ন

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই। এবার ইস্তফা বিধায়ক পদ থেকে। অদ্যাবধি পরে দল থেকেও। তৃণমূলের সঙ্গে তাঁর যাবতীয় সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিরবিচ্ছিন্ন। ধরা ধরা গলায় তাই তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাতৃসমা।

বিজেপিতে গেলেও মমতা ছবি রাজীবের বুকে থাকবে

বিজেপিতে গেলেও মমতা ছবি রাজীবের বুকে থাকবে

রাজীব তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে নতুন পথে পা বাড়িয়ে দিতে চলেছেন, তবু তাঁর ইমেজটা ধরে রাখলেন শেষ পর্যন্ত। বুঝিয়ে দিলেন, তিনি যদি বিজেপিতেও যান মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা তাঁর বুকে থাকবে। অন্যরাও তৃণমূল ছেড়েছেন বিজেপিতে গিয়েছেন যথারীতি নেত্রীর বিরুদ্ধেও গর্জে উঠেছেন, কিন্তু রাজীব সেই পথে নেই।

মমতার হাত ধরে রাজনীতিতে, কৃতজ্ঞতা থাকবে আজীবন

মমতার হাত ধরে রাজনীতিতে, কৃতজ্ঞতা থাকবে আজীবন

এদিন সকালে রাজীব বিধানসভায় পৌঁছেই সটান গিয়েছিলেন নিজের ঘরটিতে। তারপর সেখান থেকে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিজেই খুলে হতে ধরে বাইরে বেরিয়ে এলেন। মমতার ছবিটা একহাত দিয়ে বুকে জড়িয়ে অন্য হাতে নিজের লেখা ইস্তফাপত্র দিলেন। অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে এসেছি, তাঁর কাছে কৃতজ্ঞতা থাকবে আজীবন।

তৃণমূল ছাড়লেন, ভবিষ্যতেরও ইঙ্গিত দিলেন রাজীব

তৃণমূল ছাড়লেন, ভবিষ্যতেরও ইঙ্গিত দিলেন রাজীব

রাজীব মন্ত্রিত্ব ছাড়ার পরে সাতদিনেরও বেশি অপেক্ষা করেছেন। কিন্তু দলনেত্রী কোনও বার্তা দেননি। ফিরহাদ হাকিম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলিয়ে দেবেন, কিন্তু বাস্তবে তা ঘটেনি। রাজীব এবার বিধায়ক পদ ছাড়লেন, তৃণমূল ছাড়লেন। ভবিষ্যতেরও ইঙ্গিত দিলেন। বললেন, নির্দল থেকে তো মানুষের কাজ করা যাবে না। তার মানে তিনি দল বদলাচ্ছেন।

হাতে না থাকলেও প্রাণে মমতার ছবি থাকবে রাজীবের

হাতে না থাকলেও প্রাণে মমতার ছবি থাকবে রাজীবের

অমিত শাহ আসছেন শুক্রবারই। তিনি হাওড়ার ডুমুরজলায় সভায় করবেন। ওই সভাতেই সদ্য প্রাক্তন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন। রাজীব বন্দ্যোপাধ্যায় সেই সভায় যোগ দেন কি না, তা দেখার পাশাপাশি রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে, তিনি মমতার ছবি নিয়েই ভিন্ন দলে যোগ দেন কি না। তবে হাতে না থাকলেও প্রাণে মমতার ছবি থাকবে, সেই বার্তা নিজেই তিনি দিয়ে রাখলেন দল পরিবর্তনের আগে।

'তোলাবাজ ভাইপো'-র হুঙ্কার, অভিষেককে আইনি নোটিস শুভেন্দুর'তোলাবাজ ভাইপো'-র হুঙ্কার, অভিষেককে আইনি নোটিস শুভেন্দুর

English summary
Rajib Banerjee gives message Mamata Banerjee will stay in his mind after leaving TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X