তৃণমূলে সম্মান নেই রাজনৈতিক কর্মীদের! ‘ফেসবুক লাইভে’ অস্বস্তি বাড়ালেন রাজীব
দলে রাজনৈতিক কর্মীদের সম্মান প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ঘুরিয়ে কাজের স্বাধীনতার কথা তুলে ধরলেন তিনি। শনিবার ফেসবুক লাইভে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমি একটা রাজনৈতিক দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করি। কাজ করি সবাইকে সম্মান দিয়েই, নেত্রীও তাই চান। কিন্তু তারপরও দলে সম্মান পান না কর্মীরা। তখন প্রতিবাদ করলেই অপরাধ!

তৃণমূলে রাজনৈতিক কর্মীদের সম্মান নেই
রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমি একটি রাজনৈতিক দলের সাধারণ কর্মী। তাই সাধারণ কর্মীদের দুঃখ-কষ্ট বুঝি। আমি কর্মীদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আমার দলনেত্রীও সেকথা বলেন। কিন্তু যখন দেখি কর্মীরা সম্মান পান না, কষ্ট হয়। অনেক কর্মীর সঙ্গে অবিচার হচ্ছে। তাঁদের কথা বলা কি অন্যায়!

অনেকে বাঁকা ভাবে দেখানোর চেষ্টা করছে
এ প্রসঙ্গেই তাৎপর্যপূর্ণ বার্তা দেন তিনি। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ যেখানে চাইবে, সেখানে থাকতেই স্বাচ্ছন্দ্য আমি। যেটুকু বলা হবে, শুধু সেটাই করব। আমার কোনও স্বাধীনতা থাকবে না। তা কি হয়? শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, তা অনেকে বাঁকা ভাবে দেখানোর চেষ্টা করছে। অপব্যাখ্যা করছে।

'চাই না দল মানুষের কাছ থেকে সরে যাক'
শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার পর যে কতিপয় তার অপব্যাখ্যা করেছেন, তা নিয়ে দল কোনও ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, আমি সবসময় দলের ভালোর জন্য বলেছি। দলের মঙ্গলের জন্যই কাজ করেছি। দল যখন যা দায়িত্ব দিয়েছে, তা পালন করেছি। আমি চাই না দল মানুষের কাছ থেকে সরে যাক। কিন্তু দলে তাঁকে নিয়ে ভুল বোঝানো হচ্ছে।

ধৈর্যচ্যুতি হয়নি, ধৈর্য্য ধরেই আছি! প্রচ্ছন্ন বার্তা
রাজীবের কথায়, মানুষের জন্যই কাজ করতে চাই। মানুষ যা বলবে, আমি তাই করব। আমার এখনও ধৈর্যচ্যুতি হয়নি। এখনও ধৈর্য্য ধরেই আছি। দলের প্রতি প্রচ্ছন্ন বার্তা দিয়ে তিনি বলেন, ভালো কাজ করতে গেলেও বাধা পাই, তখন কষ্ট হয়। তাই যেখানে সুবিধা হবে, আমি সেখানেই স্বাচ্ছন্দ্য বোধ করব মানুষের সেবায়।

মানুষের জন্য কাজই আমার ধ্যান-জ্ঞান
রাজীবের প্রচ্ছন্ন অভিযোগ, দলে কেউ কেউ ভুল বুঝিয়ে অন্য পথে চালানোর চেষ্টা করেছে। আমি কিন্তু পিছনে ফিরে তাকাতে পছন্দ করি না। পজিটিভ চিন্তাভাবনা করতে ভালোবাসি। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলার চেষ্টা করি। আর মানুষ যা চাইবে, তা-ই করব। সম্মান নিয়ে কাজ আর মানুষের জন্য কাজই আমার ধ্যান-জ্ঞান। মানুষের জন্য কাজ করে যেতে চাই।