For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের জেরে সাতদিন লক ডাউন রাজস্থান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের জেরে ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউনে থাকবে রাজস্থান। শনিবার মুখ্যমন্ত্রী অশোক গেহলট এ কথা ঘোষণা করেন।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের জেরে ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউনে থাকবে রাজস্থান। শনিবার মুখ্যমন্ত্রী অশোক গেহলট এ কথা ঘোষণা করেন। শুধুমাত্র সবজি, দুধ এবং ওষুধ দোকান-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানগুলিকে ছাড় দেওয়া হয়েছে এই লক ডাউনের আওতা থেকে।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের জেরে সাতদিন লক ডাউন রাজস্থান

রাজ্যের শীর্ষকর্তাদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন গেহলট। তিনি বলেন, এই সময়ে সকল সরকারি অফিস, মল, কারখানা, গণপরিবহন ইত্যাদি বন্ধ থাকবে। রাজ্যে কোভিড ১৯ এখনও অবধি ২৫ জন ব্যক্তির শরীরে ইতিবাচক। এখনও অন্য ৪০ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

শনিবার ৮০ জনেরও বেশি ব্যক্তি ইতিবাচক পরীক্ষা-নিরীক্ষা করে রাজস্থান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ কয়েকটি রাজ্য মহামারী রুখতে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে। তার মধ্যে রাজস্থান অন্যতম। এতদিন আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবার সম্পূর্ণ লক ডাউন করা হল।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন, যে যেখানে আছেন, সেখানেই থাকুন। রেলওয়ে স্টেশন এবং বাসস্ট্যান্ডে ভিড় করবেন না। এভাবে আমরা কেবল আমাদের স্বাস্থ্যকেই বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি। নিজের এবং নিজের পরিবার সম্পর্কে চিন্তাভাবনা করুন এবং একেবারে প্রয়োজন না হলে আপনার বাড়ি থেকে বের হবেন না।

English summary
Rajasthan CM Ashok Gehlot announced state will remain in full lockdown due to coronavirus outbreak in the country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X