ভিলেন ঘূর্ণাবর্ত! সপ্তমীর সকালেই মেঘলা আকাশ, কোন সতর্কবার্তা হাওয়া অফিসের, জেনে নিন
সপ্তমী সকাল থেকে মেঘলা আকাশ। না আপাতত সেরকম কোনও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। যার জেরে নবমী থেকেই বৃষ্টি বাড়বে। আর দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ভিলেন যখন ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যার জেরে নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত উত্তরবঙ্গে সেরকম কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বুধবার থেকে পরিস্থিতির বদল হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোনও কোনও জায়গায় বর্জ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। রবিবার, সোমবার, মঙ্গলবারের জন্য আপাতত একইরকমের আবহাওয়ার কথা জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নবমী অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।